ঢাকা: তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার প্রতিবাদে শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। শুক্রবার দুপুর ৩টায় সংগঠনের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু এই হরতালের ডাক দেন এবং হরতাল সমর্থন করার জন্য নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। প্রদীপ ঘোষ বলেন, “২৪ ঘণ্টার মধ্যে খুনিকে গ্রেফতার করা না হলে লাগাতার হরতাল দেওয়া হবে।”
উল্লেখ্য, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের একটি খাল থেকে শুক্রবার সকালে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহ-সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকীর (১৭) লাশ উদ্ধার করে পুলিশ। বুধবার বিকেল থেকে নিখোঁজ হওয়ার পর রাতে থানায় জিডি করেছিলেন রফিউর রাব্বি। নিহতের বাম চোখে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া শরীরের আর কোথাও আঘাতের চিহ্ন না থাকায় নিহত তানভীর মোহাম্মদ তকিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। প্রসঙ্গত, নারায়ণগঞ্জের সাংস্কৃতিক জোটের সংগঠক, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহ-সভাপতি ও গণজাগরণ মঞ্চের অন্যতম নেতা।