Sunday, 3 March 2013

কোম্পানীগঞ্জে নাশকতার প্রস্তুতিকালে শিবিরের ৩৬ ক্যাডার আটক

সংবাদদাতা : এ.এইচ.এম. মান্নান মুন্না : কোম্পানীগঞ্জ :  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জামাত-শিবিরের ডাকা হরতালে নাশকতার প্রস্তুতি নেওয়ার সময় গতকাল রোববার রাত ১টায় বসুরহাট পৌরসভা ৯নং ওয়ার্ড থেকে শিবিরের ৩৬ ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ ও বিজিবি।জানা গেছে পৌরসভা ৯নং ওয়ার্ডে জামাত নেতা মফিজ মিয়ার বাসায় জামাত-শিবিরের ২দিনের ডাকা হরাতালে নাশকতা করার জন্য বহিরাগত শিবিরের ৫০-৬০ জন ক্যাডার গোপন বৈঠক ডাকে।
এ সময় স্থানীয় আ’লীগ নেতারা টের পেয়ে ওই বাসা ঘিরে ফেলে। পরে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিলে পুলিশ ও বিজিবি সদস্যরা ৩৬ শিবির ক্যাডাদের আটক করে। এদিকে নাশকতার জন্য বাহন হিসাবে ব্যবহৃত মাইক্রোবাস যার নং – ঢাকা মেট্রো ছ ১৪-০৯৫৯ যাহা পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো, ইমন (২৮), হেফজুল বাহার (২১), মিজানুর রহমান (২০), নাজমুল ইসলাম (১৫), ইসমাইল হোসেন (১৮), মোঃ মহি উদ্দিন (১৮), হাফেজ কামরুল ইসলাম (১৭), বোরহান উদ্দিন (১৭), খলিল উল্যা (২৪), খালেদ সাইফুল্লাহ রাহিম (১৭), জহিরুল হক (১৭), হোসেন আহম্মদ (১৮), মোঃ দাউদ হোসেন (১৬), হাফেজ আবুল হাসেম (১৮), মোঃ ইউছুফ  (১৮), আবদুর নূর রাসেল (২৫), ইমরান হোসেন (২২), নিজাম উদ্দিন রাজু (১৭), আবদুস সাত্তার সুমন (২১), গোলাম ফারুক (১৯), হাফেজ নাজমুল হোসেন (১৬), মোঃ কামাল উদ্দিন (২১), হাফেজ জহিরুল ইসলাম (১৯), বায়োজিদ বোস্তামী (১৯), নূর করীম (৩২), শরীফ হোসেন (১৮), ওমর ফারুক (২১), জামাল উদ্দিন (৩০), হাফেজ এনামুল হক, মোঃ শামীম (২৪), মোঃ মোহসিন (১৯), মোঃ আবদুল হক (১৯), মোঃ সাইফুল ইসলাম (১৮), মোঃ শহীদুল ইসলাম (১৮), আবদুল্লা আল মামুন (১৬), আবদুল করিম (২০), আবুল কালাম (২৮)। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় জামাত-শিবির ক্যাডারদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়।