মুহাম্মদ দিদারুল আলম (মিরসরাই প্রতিনিধি) : চট্টগ্রামের মিরসরাইয়ে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে করেরহাট উদয়ন ক্লাব। শুক্রবার বিকেলে করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদয়ন ক্লাবের সভাপতি জানে আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সেলিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জসীম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, করেরহাট কেএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাখাওয়াত উল্যাহ রিপন প্রমুখ। উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সেলিম জানান, প্রতি বছরের মত এবারও সংগঠনের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ৮০ জন কৃতী শিক্ষার্থীর মাঝে উদয়ন মেধা বৃত্তির পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আটশ শিক্ষার্থী অংশ নেয়। এছাড়া অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে অনুদান প্রদান করা হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, করেরহাট কেএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাখাওয়াত উল্যাহ রিপন প্রমুখ। উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সেলিম জানান, প্রতি বছরের মত এবারও সংগঠনের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ৮০ জন কৃতী শিক্ষার্থীর মাঝে উদয়ন মেধা বৃত্তির পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আটশ শিক্ষার্থী অংশ নেয়। এছাড়া অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে অনুদান প্রদান করা হয়।