নোয়াখালী : (এএইচএম মান্নান মুন্না) :নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশ জামাত-শিবির সংঘর্ষ ইটপাটকেল ও টিয়ারশেল নিক্ষেপ। পুলিশ সহ আহত ১৪ জন । এ ঘটনা ঘটে গতকাল সকাল ১০ টায় উপজেলা জামে মসজিদ এলাকায়। প্রত্যক্ষ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল ১০টায় জামাত-শিবির ক্যাডাররা হাসপাতাল রোড়ে একটি মিছিল বের করে। এ সময় শিবির ক্যাডাররা আওয়ামী সমর্থিত একটি ঘর ভাংচুর করে। পুলিশ বাধা দিলে ছাত্র শিবির ক্যাডাররা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ ও ককটেল বিষ্পোরন করলে পুলিশ ও শিবিরের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ২০ রাউন্ড শর্টগানের গুলি ও ৩টি টিয়ারশেল নিক্ষেপ করে জামাত-শিবিরকে ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে পুলিশ, সাংবাদিক সহ ১৪জন আহত হয়। আহতরা হলো পুলিশের এস.আই সুধীর বড়–য়া এ.এস.আই সুমন, কনস্টেবল সাজ্জাদ, কনস্টেবল কামরুল ইসলাম, দৈনিক মুক্ত খবরের নোয়াখালী প্রতিনিধি, দৈনিক স্টার লাইনের কোম্পানীগঞ্জ প্রতিনিধি, সাপ্তাহিক নোয়াখালী কন্ঠের বার্তা সম্পাদক, পথচারী আবদুস সাত্তার, মোঃ সিরাজ, রিয়াদ, রুবেল, মনা, রাসেল। অপরদিকে জামাত-শিবির তাদের আহতদের নাম গোপন রাখে। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান জানান, পুলিশের উপর হামলাকারী জামাত শিবিরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।