চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুন্ডে ডাকাতের গুলিতে রেহানা আক্তার নামে এক মহিলা নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে তার ছোট বোন নাসিমা আক্তার (১৮)। আজ রোববার ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বারৈইয়ারঢালা ইউনিয়নের আব্দুর মালেক বাবুর্চির বাড়ীতে এ ডাকাতির ঘটনা ঘটেছে। নিহতের ছোট ভাই আযম জানান, শনিবার রাত প্রায় ৩ টার সময় একদল ডাকাত আমাদের বাড়ীতে হানা দেয়। এসময় তারা বাড়ীর লোকজনদের গুলিকরে ।
প্রথমে গুলি করে আমার রেহেনা আক্তার(২৩)কে। এরপর আমার নাছিমা (১৯) গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। । ডাকাতেরা ঘরে প্রবেশের পর গুলি করলে আমার মেঝ বোন রেহেনার বুকে ও ছোট বোন নাছরিনের হাতে গুলি লাগলে মেঝ বোন ঘটনাস্থলে মারা যান, ডাকাতরা ঘরে থাকা ২ভরি স্বর্ণঅলংকার মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। সীতাকুন্ড মডেল থানার ওসি(তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের ধরার চেষ্ঠা চালাচ্ছি । এদিকে সীতাকুন্ডে শতশত মামলায় ও রাজনৈতিক আসামীদের ধরার জন্য প্রতিদিন রাতে বিরোধীদলের নেতাকর্মীদের বাড়িতে পুলিশী অভিযান চলছে। এই ফাঁকে ডাকাতরা অনেকের বাড়ীতে পুলিশ পরিচয়ে ঘরের দরজা খুলার জন্য চেঁচা মিচি করে। স্থানীয় অভিযোগে জানায়, শনিবার রাতে ছোটদারগার কলাবাড়িয়ায় মাওলানা মাহমুদুল হক এর বাড়ীতে এক মাইক্রো পুলিশ গিয়ে দরজা ধাক্কা দিয়ে ডাকাডাকি করে কিন্তু ঘর থেকে কেউ বের না হওয়ায় তারা পরবর্তীতে চলে যায়। এভাবে পুলিশের ছদ্ধবেশে ডাকাতরা ডাকাতির সুযোগ নিচ্ছে বলে অনেকেই মনে করছে। মানুষ এমনিই গ্রেফতার আতংকে রয়েছে এর মধ্যে ডাকাতদলের হামলা জনমনে বিরাজ করছে অশান্তি। সীতাকুন্ড মডেল থানার ওসি সামিউল আলম জানায় এতিমধ্যে আমরা বেশ কয়েকজন ডাকাত আটক করেছি। বিশেষ করে বারৈয়াঢালা এলাকায় ডাকাতদেরকে আমরা চিহ্নিত করে গ্রেফতার অভিযান চালাবো। সম্প্রতি ছোটদারগার হাট, বড়দারগারহাট,টেরিয়াইল এলাকায় অস্ত্রের মহরা মানুষকে ভীতস্তকরে তুলছে। রাজনৈতিক আশ্রয়পশ্রয়ে কিছু সন্ত্রাসী মাদক,সরকারী গাছ কর্তন, এলাকায় প্রতিবাদীদের উপর হামলা,নির্যাতন করছে।সমপ্রতি বারৈয়াঢালা এলাকায় আওয়ামীলীগ নেতা তৌহিদুল আনোয়া চৌধুরী স্বপনকে কুপিয়ে সন্ত্রাসীরা মারাত্মক আহত করে।