Wednesday, 27 March 2013

সীতাকুন্ডে ৯ গাড়িতে আগুন

চট্টগ্রাম, ২৭ মার্চ : চট্টগ্রামের সীতাকুণ্ডে ৯টি গাড়িতে আগুন দিয়েছে পিকেটাররা। এ সময় পিকেটাররা রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দেয়। ১৮ দলের ডাকা বুধ ও বৃহস্পতিবার টানা ৩৬ ঘণ্টার হরতালের শুরুতেই ভোর থেকে ১৮ দলের নেতাকর্মীরা রাস্তায় নেমে পড়েন।

Saturday, 23 March 2013

নোয়াখালী মেইল শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি বিতরণ অনুষ্ঠান

এ.এইচ.এম. মান্নান মুন্না (কোম্পানীগঞ্জ) : জাতীয় পাক্ষিক নোয়াখালী মেইল শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শনিবার সকাল ১১টায় নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার প্রশাসন মিলনায়তনে ২০১১ও ১২ইং সালের মাধ্যমিক পর্যায়ের উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মানে সংবর্ধনা দেওয়া হয়।

Friday, 22 March 2013

নিউজ আপডেট : ব্রাহ্মণবাড়িয়ায় আকস্মিক ঘূর্ণিঝড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ৯ জন : প্রধানমন্ত্রীর শোক

শুক্রবার বিকাল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর, আখাউড়া ও বিজয়নগর উপজেলার কয়েকটি গ্রামে টর্নেডো আঘাত হানে বলে জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার জানান। নিহতদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- জেলা কারাগারের কারারক্ষী মাসুদুর রহমান (২৫), সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আবু তাহের মিয়া (৬০) ও চিনাইর গ্রামের ঝানু চৌধুরী (৫২), বিজয়নগরের পত্তন গ্রামের লাভলী বেগম (৩৫) ও ডলি রাণী দে (২৭) এবং আখাউড়ার জারুইতলা গ্রামের জয়নাল মিয়া (৩২) ও সুমি বেগম (১০)। 

ব্রাহ্মণবাড়িয়ায় আকস্মিক ঘূর্ণিঝড়ে নিহত ৫

ব্রাহ্মণবাড়িয়া: মৌসুমের প্রথম আকস্মিক ঘূর্ণিঘড়ের আঘাতে ব্রাহ্মণবাড়িয়ার সদর ও বিজয়নগর উপজেলার বিভিন্ন গ্রামে শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। ঝড়ের কবলে পড়ে আহত হয়েছে শতাধিক নারী-পুরুষ ও শিশু। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন চিকিৎসকরা। আহতদের মধ্যে ৪০ জনের অবস্থা গুরুতর বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ঘূর্ণিঝড়টি ওই দুই উপজেলার কয়েকটি গ্রামের ওপর আঘাত হানে।

মণিরামপুরে জামায়াত-পুলিশ সংঘর্ষ, নিহত ১

যশোর: যশোরের মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষে আনিসুর রহমান (৩২) নামে এক জামায়াত কর্মী নিহত ও ১০ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আনিসুর রহমান জয়পুর গ্রামের ইব্রাহিমের ছেলে।

Wednesday, 20 March 2013

লক্ষ্মীপুরে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

লক্ষ্মীপুর সংবাদধাতা : লক্ষ্মীপুর শহরের বাগবাড়ী  উপজেলা পরিষদের সামনে থেকে অস্ত্র ও গুলিসহ মো. জাহের (২৫) নামে এক সন্ত্রাসীকে বুধবারে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। গ্রেপ্তারকৃত জাহের চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাচপাড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা পরিষদের সামনে ভেন্ডার বাড়ির সামনে  মোটরসাইকেল থেকে দু'যুবক নেমে দোকানের সামনে দাঁড়ায়।এ সময় তাদের সঙ্গে একটি ব্যাগ ছিল।

বান্দরবানে বাসচাপায় নিহত ১

বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলা শহরের লাল ব্রিজ এলাকায় বাসচাপায় চ্যং উ প্রু মার্মা (৬০) নামে একজন নিহত হয়েছেন। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে, দুপুরে বান্দরবানের লালব্রিজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় পূবার্নী পরিবহনের একটি বাস চ্যং উ প্রুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। বান্দরবান থানার উপ-পরিদর্শক (এসআই)সুমন সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রামু সহিংসতা: বিচার বিভাগীয় তদন্ত শুরু

কক্সবাজার: কক্সবাজারের রামুর বৌদ্ধ বিহার ও বসতিতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় উচ্চ আদালতের নিদের্শে গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি রামুতে এসে পৌঁছেছেন। তদন্ত কমিটি প্রধান হলেন- চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়া। কমিটির অপর দুই সদস্য হলেন- চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ বিচারক (জেলা জজ) শরীফ মোস্তফা করিম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা অধিদপ্তর-২ এর উপ-সচিব মো. জহুরুল ইসলাম রোহেল। সকালে রামুতে পৌঁছে তদন্ত কমিটির প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ্রের সঙ্গে আলোচনা করেছেন।

ঝাড়ফুল বিক্রি করে ভাগ্যবদল হলো মিরসরাইয়ে রশিদের

মুহাম্মদ দিদারুল আলম (মিরসরাই প্রতিনিধি) : আবদুর রশিদ মিরসরাইয়ের একটি সংগ্রামী মানুষের নাম। অভাব অনটন, কোনো বাঁধা তার জীবনে পথে কাঁটা হতে পারেনি। সাহস, বুদ্ধি, পরিশ্রম দিয়ে জয় করলেন অভাব নামক দানবকে। গ্রামের মানুষের মাঝে একটি কুসংস্কার আছে, ঝাড় দেখে যে ব্যক্তি দিনের শুরু করে, সে ব্যক্তির ওই দিন ভাল যায় না। কিন্তু বিধাতা এ ঝাড়ফুল দিয়ে কারো কারো ভাগ্যবদলের পথ করে দিয়েছেন।

মিরসরাইয়ে জোরারগঞ্জ হাই স্কুলের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান ২৯ ও ৩০ মার্চ

মুহাম্মদ দিদারুল আলম (মিরসরাই প্রতিনিধি) : চট্টগ্রামের মিরসরাইয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জোরারগঞ্জ আর্দশ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী উপলক্ষ্যে আগামী ২৯ ও ৩০ মার্চ  দু’দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

Tuesday, 19 March 2013

সেনবাগে জামায়ত শিবিরের মিছিল থেকে সহিংসতা,৫ জন আহত

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালী সেনবাগ পেীর শহরে রোববার বিকালে হরতালের সমর্থনে বের করা জামায়ত শিবিরের মিছিলে অপ্রীতিকর ঘটনা ঘটে। এতে ৫ জন গুরুতর আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গুরুতর আহতের মধ্যে সেনবাগ পৌরসভার ৭নং ওর্য়াড় যুবদলের সেক্রেটারী তাজুল ইসলাম (২৫) উপজেলা যুবলীগ নেতা গোলাম ছারওয়ার (৩৮) সেনবাগ সরকারি হাসপাতালে  ও জামায়াতের কাদরা ইউনিয়ন কমিটির সেক্রেটারী দীন মোহাম্মদকে (২৮) ফেনীর একটি প্রইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত কর্মীদের প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদশীরা জানায়, হরতালের সমর্থনে বিকেলে ৫টার দিকে জামায়ত শিবিরের নেতাকর্মীরা একটি মিছিল বের করে । মিছিলটি বাজারের পূর্ব বাজার দিয়ে যাচ্ছিলেন এসময় পৌরসভার ৭নং ওর্য়াড় যুবদলের সেক্রেটারী তাজুল ইসলাম একটি পিকআপ গাড়ি ওই পথে যাওয়ার সময় তার গাড়িকে সাইড় দিতে বল্লে এনিয়ে তাজুর সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় পাশের দোকানে বসা যুবলীগ নেতা গোলাম ছরওয়ার ঘটনাটি থামানোর জন্য এগিয়ে যান। মহুর্তের মধ্যে শুরু হয় হমলা পাল্টা হামলা। সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার আফিসার ইনর্চাজ (ওসি) এমরান আলী বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

Monday, 18 March 2013

লক্ষ্মীপুরে গৃহবধূ কে ধর্ষণ করার অপরাধে গ্রেফতার-১

অমর দাস (লক্ষীপুর প্রতিনিধি) :  লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ গ্রামে এক গৃহবধূ কে জোরপূর্বক ধর্ষণ ও তা ভিডিও চিত্র ধারণ করার ঘটনায়  মামলা দায়ের করার পর পুলিশ  এ ঘটনায় সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ আবদুল কাদের (৪০) নামে এক জনকে আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করে। সদর থানা পুলিশ জানায়, সদর উপজেলার ভবাণীগঞ্চ গ্রামের এক প্রবাসী স্ত্রীর ঘরে গত ১৭  ফেব্রয়ারী রাত ২ টার দিকে  ভবানীগঞ্জ  গ্রামের মূত ছায়েদুল হকের পুত্র আবদুল কাদের ও মোসলেমের পুত্র মোঃ কবির (৩৫) অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূ কে ধর্ষণ ও তার ভিডিও চিত্র ধারণ করে।

লক্ষ্মীপুরে ১২০ কেজী ঝাটকা ইলিশ সহ আটক-৩

অমর দাস (লক্ষীপুর প্রতিনিধি) : লক্ষ্মীপুর সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে  শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে সিএনজিতে অভিযান চালিয়ে ১২০ কেজী ঝাটকা ইলিশ সহ ৩ জনকে আজ বৃহস্পতিবার বিকেলে আটক করে। আটকৃতরা হলেন, মোঃ হাসান-(১৮), মোঃ রসুল (১৯) ও আবদুল মজিদ (২০)  তাদের প্রত্যেকের বাড়ী সদর উপজেলার ভবাণীগঞ্জ গ্রামে।

মিরসরাইয়ে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মুহাম্মদ দিদারুল আলম (মিরসরাই প্রতিনিধি) : চট্টগ্রামের মিরসরাইয়ে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে করেরহাট উদয়ন ক্লাব। শুক্রবার বিকেলে করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদয়ন ক্লাবের সভাপতি জানে আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সেলিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জসীম উদ্দিন।

Saturday, 16 March 2013

সেনবাগ দিলদার মার্কেটের সাবেক সভাপতি জুলফিকার আলীর শোকসভা অনুষ্ঠিত

সেনবাগ -নোয়াখালী সংবাদদাতা , ১৬ মার্চ: সেনবাগ মইদীপুর দিলদার মার্কেটের সাবেক সভাপতি ও ক্রেন্দিয় ছাত্রলীগের সাবেক উপ-আইন বিষয়ক সম্পাদক এ কে এম জাকির হোসেন জুয়েলের পিতা মরহুম এ কে এম জুলফিকার আলীর শোকসভা ১৫ই মার্চ শুকবার রাত ৯টায় দিলদার মার্কেট ব্যবসায়ী বৃন্দ ও এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয়।

মনোহরগঞ্জে ঘাতক ট্রাক কেড়ে নিলো ৮টি কোমল প্রাণ

কুমিল্লা: কুমিল্লার মনোহরগঞ্জে ঘাতক ট্রাক কেড়ে নিলো ৮টি কোমল প্রাণ। বেপরোয়া ট্রাকের ধাক্কায় একটি স্কুল ভ্যান উল্টে সেখানে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে ৮ শিশু। উপজেলার নাথেরপেটুয়ার রেললাইন সংলগ্ন এলাকায় কুমিল্লা-নোয়াখালী সড়কের ওপর দুপুর পৌনে দুইটায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল আনোয়ার সংবাদমাধ্যমকে ৮টি শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

Friday, 15 March 2013

মাছ কেটে সংসার চলে মিরসরাইয়ে শতাধিক লোকের

মুহাম্মদ দিদারুল আলম : দিন কাটছিল অনাহারে অর্ধহারে। চার সন্তানের অভাবে সংসার দিদারের। মাছ কাটার পেশায় যোগ দিয়ে ঘুড়িয়েছেন ভাগ্যের চাকা। এখন সন্তানদের পড়ালেখা, সংসার খরচের পরও ব্যাংকে জমা হচ্ছে মাসে কয়েক হাজার টাকা। চট্টগ্রামের মিরসরাইয়ে মাছ কেটে জীবিকা নির্বাহ করছে এমন প্রায় শতাধিক মানুষ। আগে অভাবের সংসারে যখন চলছিল রশি টানাটানি ঠিক তখনি বারইয়ারহাট পৌর মাছ বাজার খুলে দিল শতাধিক অভাবী মানুষের ভাগ্যের দুয়ার। জসিম উদ্দিন জানান, প্রতিদিন ভোরে তার মতো শতাধিক ব্যক্তি মাছ কাটায় জড়িয়ে পড়ে। দুপুর হওয়ার আগে শেষ কাজ।

Thursday, 14 March 2013

স্কুল ছাত্রী ঈশিতাকে ঘটনার দেড় মাস পরও উদ্ধার করতে পারেনি পুলিশ

অমর দাশ : লক্ষ্মীপুর প্রতিনিধি :  লক্ষ্মীপুর পৌরসভার উত্তর মজুপুর এলাকা থেকে অপহরণকৃত নবম শ্রেনির স্কুল ছাত্রী ঈশিতাকে ঘটনার দেড় মাস পরও উদ্ধার করতে পারেনি পুলিশ। এদিকে কন্যাকে হারিয়ে অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েছেন ঈশিতার বাবা অমর চন্দ্র দাস ও মা’ পূর্ণিমা রানী দাস। এ ব্যাপারে অপহৃত ঈশিতার বাবা অমর চন্দ্র দাস বাদি হয়ে ঘটনার ৩ দিন পর ২৯ জানুয়ারি ২০১৩ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লক্ষ্মীপুর থানায় ঘটনায় জড়িত তাপস চন্দ্র দাসসহ আরও অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

Wednesday, 13 March 2013

বান্দরবান সীমান্তে পুলিশসহ ৪ জন অপহরণ করেছে নাসাকা

বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে তিন পুলিশ সদস্যসহ চারজনকে অপহরণ করেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকা। অপহৃতদের ফেরত পেতে বৃহস্পতিবার বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত বাহিনী পতাকা বৈঠকে বসবে। স্থানীয়দের বরাত ‍দিয়ে জানা যায়, ১৩ মার্চ বিকেল সাড়ে পাঁচটার দিকে নাসাকা বাহিনী বান্দরবান-কক্সবাজার সীমান্তের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে তাদের অপহরণ করে নিয়ে যায়।

মিরসরাইয়ে কারখানায় অগ্নিকান্ডে ২৫ লাখ টাকার ক্ষতি, ৭ শ্রমিক আহত

মিরসরাই  প্রতিনিধি: (মুহাম্মদ দিদারুল আলম) : মিরসরাই উপজেলার নাহার এগ্রো গ্র“পের মিরসরাই পোল্ট্রি ফার্ম লিমিটেডের খাদ্য উৎপাদন কারখানায় অগ্নিকান্ডে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৪ টার সময় রহস্যজনক এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নেভানোর সময় ৭ শ্রমিক আহত হয়েছে।

Sunday, 10 March 2013

কোম্পানীগঞ্জে পুলিশ জামাত-শিবির সংঘর্ষ : গুলি বিনিময় : পুলিশ, সাংবাদিক সহ আহত ১৪

নোয়াখালী : (এএইচএম মান্নান মুন্না) :নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশ জামাত-শিবির সংঘর্ষ ইটপাটকেল ও টিয়ারশেল নিক্ষেপ। পুলিশ সহ আহত ১৪ জন । এ ঘটনা ঘটে গতকাল সকাল ১০ টায় উপজেলা জামে মসজিদ এলাকায়। প্রত্যক্ষ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল ১০টায় জামাত-শিবির ক্যাডাররা হাসপাতাল রোড়ে একটি মিছিল বের করে। এ সময় শিবির ক্যাডাররা আওয়ামী সমর্থিত একটি ঘর ভাংচুর করে। পুলিশ বাধা দিলে  ছাত্র শিবির ক্যাডাররা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ ও ককটেল বিষ্পোরন করলে  পুলিশ ও শিবিরের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

খুলনায় জামায়াত-শিবিরের গুলিতে কনস্টেবল নিহত

খুলনা: খুলনার কয়রায় জামায়াত-শিবিরের কর্মীদের গুলিতে মফিজুল(৪৮) নামে কয়রা থানা পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে ওই উপজেলার বেদকাশির বোয়ালখালী এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ৫ মার্চ হরতালে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় দায়ের করা একটি মামলার আসামি ধরতে বোয়ালখালী এলাকায় যায় পুলিশ।

সাতকানিয়ায় তান্ডবলীলার পর ১১ মামলা: পালিয়ে বেড়াচ্ছে হাজার হাজার জামায়াত শিবির

চট্টগ্রাম : জামায়াত নেতা মাওলানা সাঈদীর ফাসিঁর আদেশকে কেন্দ্র করে চট্টগ্রামের সাতকানিয়ায় ৬ দিন ধরে সড়ক অবরোধ ও তান্ডবলীলার পর এবার ১১ মামলা আসামী হয়ে সাতকানিয়া ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে হাজার হাজার জামায়াত শিবির কর্মী। তাদের বিরোদ্ধে পুলিশসহ ক্ষতিগ্রস্থ্য লোকজন বাদী হয়ে ৮ মার্চ পর্যন্ত ১১টি মামলা করেছে। গত ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জামায়াত দেশব্যাপী হরতাল পালন করে।

সীতাকুন্ডে ডাকাতের গুলিতে এক মহিলা নিহত: আহত ১

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুন্ডে ডাকাতের গুলিতে রেহানা আক্তার নামে এক মহিলা নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে তার ছোট বোন নাসিমা আক্তার (১৮)। আজ রোববার ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বারৈইয়ারঢালা ইউনিয়নের আব্দুর মালেক বাবুর্চির বাড়ীতে এ ডাকাতির ঘটনা ঘটেছে। নিহতের ছোট ভাই আযম জানান, শনিবার রাত প্রায় ৩ টার সময় একদল ডাকাত আমাদের বাড়ীতে হানা দেয়। এসময় তারা বাড়ীর লোকজনদের গুলিকরে ।

Friday, 8 March 2013

ত্বকীর মৃত্যুর প্রতিবাদে শনিবার না.গঞ্জে হরতাল

ঢাকা: তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার প্রতিবাদে শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। শুক্রবার দুপুর ৩টায় সংগঠনের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু এই হরতালের ডাক দেন এবং হরতাল সমর্থন করার জন্য নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। প্রদীপ ঘোষ বলেন, “২৪ ঘণ্টার মধ্যে খুনিকে গ্রেফতার করা না হলে লাগাতার হরতাল দেওয়া হবে।”

Tuesday, 5 March 2013

চাঁদপুরে মন্দির ও প্রতিমা ভাঙচুর

চাঁদপুর: চাঁদপুর উপজেলার হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের মালিবাড়ির মহাদেব মন্দির ভাঙচুর ও মহাদেব প্রতিমা ভাঙচুর করে পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে মন্দির ভাঙচুর করা হয়। মন্দিরের সেবাইত দীনেশ চন্দ্র সংবাদ মাধ্যমকে বলেন, “সোমবার রাতে মুখোশধারী একদল দুর্বৃত্ত এসে মন্দিরটি ভাঙচুর করে। পরে মহাদেব প্রতিমাটি ভাঙচুর করে পাশের পুকুরে ফেলে দেয়।

Sunday, 3 March 2013

মিরসরাইয়ে ফেইসবুকে দুই শিবিরকর্মীকে জবাই করে হত্যার গুজব!

মিরসরাই প্রতিনিধি : সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেইসবুকে ‘বাঁশের কেল্লা’ নামে ফান পেইজের একটি স্ট্যার্টাস টক অব দ্য মিরসরাই হয়ে ওঠে। শনিবার (২মার্চ) সকালে মিরসরাই উপজেলা সদরে জামায়াত-শিবিরের প্রায় আড়াই হাজার নেতাকর্মী মিছিল ও সমাবেশ করার পরপরই এই রকম স্ট্যার্টাসে পুরো উপজেলাজুড়ে দিনভর আতঙ্ক বিরাজ করে,যার রেস এখনো উপজেলায় বিরাজ করছে।

মিরসরাইয়ে তিনটি হিন্দু পাড়াসহ চার স্থানে আগুন দেয়ার চেষ্টা, আটক ১

মিরসরাই প্রতিনিধি : মিরসরাই উপজেলায় শনিবার দিবাগত রাতে তিনটি হিন্দু অধ্যুসিত গ্রামসহ চারটি গ্রামে অগ্নিসংযোগের চেষ্টা করে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ২টায় করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রাম থেকে জনতা ধাওয়া করে একজনকে পুলিশে সোপর্দ করেছে। জানা গেছে, শনিবার দিবাগত রাতে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের আমানটোলা গ্রামের নারায়ন মাষ্টারের বাড়ি, ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের বণিক বাড়ি, মিঠাছরা কামার গ্রামের বন্ধন বাড়ি ও ১ নম্বর করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামের আবু তাহেরের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। এসময় বাড়ির দুইটি খড়ের গাদা ও একটি পোল্ট্রি খামার আগুনে পুড়ে যায়।

কোম্পানীগঞ্জে নাশকতার প্রস্তুতিকালে শিবিরের ৩৬ ক্যাডার আটক

সংবাদদাতা : এ.এইচ.এম. মান্নান মুন্না : কোম্পানীগঞ্জ :  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জামাত-শিবিরের ডাকা হরতালে নাশকতার প্রস্তুতি নেওয়ার সময় গতকাল রোববার রাত ১টায় বসুরহাট পৌরসভা ৯নং ওয়ার্ড থেকে শিবিরের ৩৬ ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ ও বিজিবি।জানা গেছে পৌরসভা ৯নং ওয়ার্ডে জামাত নেতা মফিজ মিয়ার বাসায় জামাত-শিবিরের ২দিনের ডাকা হরাতালে নাশকতা করার জন্য বহিরাগত শিবিরের ৫০-৬০ জন ক্যাডার গোপন বৈঠক ডাকে।

Saturday, 2 March 2013

মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ,গাড়ি ভাঙচুর

মিরসরাই প্রতিনিধি : জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবি ও সারাদেশে ‘গণহত্যা’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মিরসরাই উপজেলা জামায়াত-শিবির। এ সময় প্রায় দুই ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তারা। মিছিল শেষে প্রায় ২০টি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জামায়াত-শিবির নেতাকর্মীরা। জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গাড়ি ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেন উপজেলা জামায়াতের আমির। 

মিরসরাইয়ে জরাজীর্ণ ভবনে মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে বিদ্যালয়ের পাঠদান

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয় ভবনে জরাজীর্ণ ভবন চলছে শ্রেণী কার্যক্রম। সম্প্রতি ১৯ বছরের পরিত্যক্ত ওই দ্বিতল ভবনের ছাদ ধসে পড়ছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। ঐতিহ্যবাহী ও প্রাচীনতম মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়টি উপজেলা সদরে অবস্থিত। বৃহস্পতিবার সরেজমিনে মিরসরাই পাইলট গিয়ে দেখা যায়, উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ওই স্কুলের পশ্চিম ভবনের ধসে পড়া ছাদের দৃশ্য। এর আগেও ওই ভবনের ছাদ ধসে পড়ে শিক্ষার্থী আহতও হয়।