Friday, 24 May 2013
Wednesday, 15 May 2013
লক্ষ্মীপুরে রতনেরখিল গ্রামে বাবুল ও শামীম বাহিনী মধ্যে বন্দুকযুদ্ধ, শামীম বাহিনীর শামীম সহ ৩ জন নিহত, আহত ২৫, গ্রেফতার ৯
লক্ষ্মীপুর সংবাদদাতা : আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার রতনের খিল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী আসাদুজ্জামান বাবুল ও পাশবর্তী দত্তপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সন্ত্রাসী নুর হোসেন শামীম বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এসময় ইউপি চেয়ারম্যান নুর হোসেন শামীম (৩৫), তার বডিগার্ড দেলোয়ার হোসেন, এলাকাবাসী মুসলিম উদ্দিন (৩০) সহ ৩ জন নিহত এবং উভয় গ্র“পের অন্তত: ২৫ জন গুলিবিদ্ধ হয়েছে।
লক্ষ্মীপুরে মহাসেন মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন : সরকারী কর্মকর্তার ছুটি বাতিল, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষনা
লক্ষ্মীপুর প্রতিনিধি: বঙ্গোপসাগরে ঘৃর্ণিঝড় মহাসেন এর সম্ভাব্য দুর্যোগ ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় কয়েক দফায় সভা করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। লক্ষ্মীপুর জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভা আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় কন্টোল রুম খোলার পাশাপাশি জেলা পর্যায়ের সকল কর্মকর্তার ছুটি বাতিল ও জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সাধারন ছুটি ঘোষনা করা হয়েছে।
Sunday, 12 May 2013
হেফাজত নেতা মামুনুল হক খুলনায় গ্রেফতার
খুলনা: হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতার করেছে খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশ। রোববার সকালে নগরীর শিববাড়ী মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। খেলাফত মজলিসের সহযোগী সংগঠন যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। রোববার সন্ধ্যায় সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সংবাদ মাধ্যমকে জানান, তাকে গ্রেফতার করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে। মামুনুল হকের বিরুদ্ধে খুলনায় ও ঢাকায় মামলা রয়েছে। মাওলানা মামুনুল হক শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের মেজ ছেলে। তিনি রাজধানীর মোহাম্মদপুর জামেয়া রাহমানিয়ার মুহাদ্দিস।
মনোহরগঞ্জে দোকান চুরির সন্দেহে দুই এবং এক শিবির কর্মী আটক
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়ায় দোকান চুরির সন্দেহে পুলিশ ২জনকে আটক করে। আটক করে নিয়ে যাওয়ার সময় রাস্তায় এক শিবির কর্মীকে দেখে ধরে নিয়ে যায়। জানা যায়, নাথেরপেটুয়া বাজারে মা-টেলিকম প্রো. হাজ্বী সেলিমের তিন লক্ষাধিক টাকার মালামাল চুরির সন্দেহে দোকানের কর্মচারী উপজেলার বরল্লা গ্রামের মো. আবু নোমান ও প্রশিক্ষানার্থী উপজেলার ধোপামুড়ী গ্রামের শরীফ হোসেনকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার সময় নাথেরপেটুয়া গ্রামের ফরহাদ হোসেন নামে এক শিবির কর্মীকে আটক করে পুলিশ। উপজেলা শিবির সভাপতি মো. আরিফুর রহমান’র সাথে কথা বলে জানা যায়, আওয়ামী প্রশাসনের এ গ্রেফতার নাটকের অংশবিশেষ। কুমিল্লা পলিটেকনিক্যালের মেধাবী ছাত্র ফরহাদকে পুলিশ কোন কারণ ছাড়াই ধরেছে। এ ঘটনায় সরকারের বাকশালী হিংস্রতার প্রতিবাদ, নিন্দা জানাই।
Saturday, 11 May 2013
চট্টগ্রাম বোর্ডে ১৩ তম জে.বি স্কুল মিরসরাইয়ে জিপিএ-৫ পেয়েছে ২শ ৪৮ জন, ১৬ প্রতিষ্ঠানে শতভাগ পাস
মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ মিরসরাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষায় ২শত ৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের পাসের হার শতভাগ। গত বছরের চেয়ে একটু এগিয়ে এবার চট্টগ্রাম বোর্ডের ১৩ তম স্থানে রয়েছে উপজেলার জোরারগঞ্জ বৌদ্ধ (জে.বি.) উচ্চ বিদ্যালয়। এ স্কুল থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ৭১ জন। স্কুলের ১০৬ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। ১৯৯৯ সাল থেকে জে.বি স্কুলের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে থেকে ১৫ বার সেরা স্কুলের সুনাম কুড়িয়ে ১৩ বার শতভাগ পাশের গৌরব আর্জন করে মফস্বলের এ শিক্ষা প্রতিষ্ঠান। এবার উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ে পাসের হার শতকরা ৯২ ভাগ ও মাদ্রাসায় পাসের হার শতকরা ৯৫ ভাগ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ন কবির খান জানান, উপজেলার ৪৪টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩ হাজার ৫১৯ জন ও ২১টি মাদ্রাসা থেকে ৭৯৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। মাধ্যমিক বিদ্যালয়ে থেকে ৩ হাজার ২১১ জন ও মাদ্রাসা থেকে ৭৫২জন শিক্ষার্থী পাস করেছে। মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ২১৩ জন এবং মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন শিক্ষার্থী।
উপজেলায় স্কুল পর্যায়ে জে. বি উচ্চ বিদ্যালয় ১ম স্থান, বিশ্বদরবার ২য় স্থান, গোলকেরহাট পিএন উচ্চ বিদ্যালয় ৩য় স্থান, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় ৪র্থ স্থান, সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়, জাফরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, খইয়াছড়া উচ্চ বিদ্যালয়, ওয়াহিদুল নেছা মাধ্যমিক বিদ্যালয় অর্জন করেছে।
মিরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক জানান, দাখিল পরীক্ষায় বড়তাকিয়া যাহেদিয়া মাদ্রাসা ১ম, গনিয়াতুল উলুম আলিয়া মাদ্রাসা ২য়, আহম্মদিয়া হাবিবিয়া ৩য়, আবুতোরাব ফাজিল, সুফিয়া নুরিয়া ফাজিল, মির্জাবাজার ইসলামীয়া দাখিল, নুরুল উলুম ইদ্রিছিয়া দাখিল, ও সৈয়দপুর দাখিল মাদ্রাসা শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে।
চট্টগ্রাম বোর্ডে ১৩তম স্থানে থাকা জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সুভাষ সরকার জানান, জে.বি. উচ্চ বিদ্যালয় থেকে একশ ৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭১ জন ও অন্যরা এ পেয়েছে। তিনি আরো জানান, প্রতিবারের মত এবারও সেরার মুকুট ধরে রাখতে পারায় আনন্দটা একটু বেশি মনে হচ্ছে।
মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ক ম শরীফুল ইসলাম জানান, শিক্ষার্থীরা ঈর্ষনীয় সাফল্যের মাধ্যমে বিদ্যালয় তথা মিরসরাইয়ের মুখ উজ্জ্বল করেছে। তিনি এ সাফল্যে শিক্ষার্থীদের অভিবাদন জানিয়েছেন।
সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনোজ কুমার বণিক জানান, অধ্যবসায় এবং শৃঙ্খলাই আমার প্রিয় শিক্ষার্থীরা শতভাগ সফলতা এনে দিয়েছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ন কবির খান জানান, উপজেলার ৪৪টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩ হাজার ৫১৯ জন ও ২১টি মাদ্রাসা থেকে ৭৯৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। মাধ্যমিক বিদ্যালয়ে থেকে ৩ হাজার ২১১ জন ও মাদ্রাসা থেকে ৭৫২জন শিক্ষার্থী পাস করেছে। মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ২১৩ জন এবং মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন শিক্ষার্থী।
উপজেলায় স্কুল পর্যায়ে জে. বি উচ্চ বিদ্যালয় ১ম স্থান, বিশ্বদরবার ২য় স্থান, গোলকেরহাট পিএন উচ্চ বিদ্যালয় ৩য় স্থান, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় ৪র্থ স্থান, সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়, জাফরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, খইয়াছড়া উচ্চ বিদ্যালয়, ওয়াহিদুল নেছা মাধ্যমিক বিদ্যালয় অর্জন করেছে।
মিরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক জানান, দাখিল পরীক্ষায় বড়তাকিয়া যাহেদিয়া মাদ্রাসা ১ম, গনিয়াতুল উলুম আলিয়া মাদ্রাসা ২য়, আহম্মদিয়া হাবিবিয়া ৩য়, আবুতোরাব ফাজিল, সুফিয়া নুরিয়া ফাজিল, মির্জাবাজার ইসলামীয়া দাখিল, নুরুল উলুম ইদ্রিছিয়া দাখিল, ও সৈয়দপুর দাখিল মাদ্রাসা শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে।
চট্টগ্রাম বোর্ডে ১৩তম স্থানে থাকা জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সুভাষ সরকার জানান, জে.বি. উচ্চ বিদ্যালয় থেকে একশ ৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭১ জন ও অন্যরা এ পেয়েছে। তিনি আরো জানান, প্রতিবারের মত এবারও সেরার মুকুট ধরে রাখতে পারায় আনন্দটা একটু বেশি মনে হচ্ছে।
মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ক ম শরীফুল ইসলাম জানান, শিক্ষার্থীরা ঈর্ষনীয় সাফল্যের মাধ্যমে বিদ্যালয় তথা মিরসরাইয়ের মুখ উজ্জ্বল করেছে। তিনি এ সাফল্যে শিক্ষার্থীদের অভিবাদন জানিয়েছেন।
সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনোজ কুমার বণিক জানান, অধ্যবসায় এবং শৃঙ্খলাই আমার প্রিয় শিক্ষার্থীরা শতভাগ সফলতা এনে দিয়েছে।’
সাখাওয়াত ইঞ্জিনিয়ার হতে চায়
মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ পড়ালেখার ইচ্ছা ও প্রবল অধ্যাবসায়ের মাধ্যমে সফলতা অর্জন করেছে মিরসরাইয়ের শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী সাখাওয়াত হোসেন। সে উপজেলার হিংগুলি কদমতলা ইসলামীয়া দাখিল মাদ্রাসা থেকে বৃহস্পতিবার প্রকাশিত দাখিল পরীক্ষায় উর্ত্তীণ হয়েছে।
জানা গেছে, ১৯৯৭ সালে জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড়ে সাখাওয়াত হোসেন জন্মগ্রহন করে। তার পিতা আনোয়ারুল আজিম রেলওয়ের ইঞ্জিনিয়ার ছিলেন। স্বাভাবিকভাবে জন্মগ্রহন করলেও ছেলেবেলায় সময়মত পোলিও টিকার অভাবে ধীরে ধীরে সে শারীরিক প্রতিবন্দ্বীত্বকে বরণ করে নিয়েছে। শিশুকাল থেকে পড়ালেখার প্রতি সাখাওয়াতের খুবই মনোযোগী। অদম্য ইচ্ছাশক্তি তার প্রতিবন্দ্বীত্বকে দমিয়ে রেখে পৌঁছে দিয়েছে উন্নতির শিখরে।
সাখাওয়াত হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে তার পড়ালেখার বিষয়টি গুরুত্ব দেয়া হতো না। কিন্তু সবার অমতেও একনিষ্ঠভাবে পড়াশুনা চালিয়ে আসছি।
জানা গেছে, ১৯৯৭ সালে জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড়ে সাখাওয়াত হোসেন জন্মগ্রহন করে। তার পিতা আনোয়ারুল আজিম রেলওয়ের ইঞ্জিনিয়ার ছিলেন। স্বাভাবিকভাবে জন্মগ্রহন করলেও ছেলেবেলায় সময়মত পোলিও টিকার অভাবে ধীরে ধীরে সে শারীরিক প্রতিবন্দ্বীত্বকে বরণ করে নিয়েছে। শিশুকাল থেকে পড়ালেখার প্রতি সাখাওয়াতের খুবই মনোযোগী। অদম্য ইচ্ছাশক্তি তার প্রতিবন্দ্বীত্বকে দমিয়ে রেখে পৌঁছে দিয়েছে উন্নতির শিখরে।
সাখাওয়াত হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে তার পড়ালেখার বিষয়টি গুরুত্ব দেয়া হতো না। কিন্তু সবার অমতেও একনিষ্ঠভাবে পড়াশুনা চালিয়ে আসছি।
Wednesday, 8 May 2013
মিরসরাইয়ে হরতাল পালিত সড়ক অবরোধ, পিকেটিং
মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধি : ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘন্টা হরতালের প্রথম দিন পালিত হয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ে। বুধবার (৮ মে) ভোরে হরতালের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি স্থানে সড়ক অবরোধ করে উপজেলা যুবদল। উপজেলা যুবদলের আহবায়ক শাহীনুল ইসলাম স্বপনের নেতৃত্বে বুধবার ভোরে ধুমঘাট ও মস্তাননগর বাইপাসে পিকেটিং করে যুবদলের কর্মীরা। সড়কে সিএনজি অটোরিক্সা ব্যতিত আর কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি।
মিরসরাই পাইলট স্কুলের ঝুঁকিপূর্ণ ভবন সিলগালা
মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের কয়েক যুগের পুরোনো ঝুঁকিপূর্ণ ভবন সিলগালা করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। মঙ্গলবার (৭ মে) দুপুরে ওই ভবনটিতে ক্লাস চলাকালীন সময়ে সিলগালা করা হয়। পৌর মেয়র এম শাহাজাহানের আদেশক্রমে মিরসরাই থানার ওসি (তদন্ত) ইমতিয়াজ ভূঁইয়া, পৌরসভার ইঞ্জিনিয়ার সমর মজুমদার, হিসাব রক্ষক নুরুল আরিফ, থানার পিএসআই মোঃ খায়রুল গিয়ে ঝুঁকিপূর্ণ ভবনটিকে সিলগালা করেন।
Tuesday, 7 May 2013
মৃত্যু ঝুঁকির মধ্যে অনুষ্ঠিত হচ্ছে আলিম পরীক্ষা ও পাঠদান : মিরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসা ভবনের ছাদের পলেস্তার খসে পড়ছে
মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের ঐতিহ্যবাহী মিরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসায় ঝুঁকিপূর্ণ ভবনের ছাদের পলেস্তার খসে পড়ছে। পরিত্যক্ত ওই ভবনে প্রতিনিয়ত মরণফাঁদে পরীক্ষা দিচ্ছে আলিম পরীক্ষার্থীরা। ঝুঁকিপূর্ণ এই ভবনে প্রতিনিয়তই আতঙ্কের মাঝে শিক্ষকদের পাঠদান করতে হয়। যেকোন সময় ঝুঁকিপূর্ণ ছাদ ধসে প্রাণহাণীর আশংকা রয়েছে।
Monday, 6 May 2013
মতিঝিলের সহিংসতা ঃ মিরসরাইয়ের এক হেফাজত কর্মী নিহত
মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ ও সমাবেশকে কেন্দ্র করে সহিংসতায় মিরসরাই উপজেলার হেফাজত ইসলামের এক কর্মী নিহত হয়েছে। নিহত হেফাজত কর্মীর নাম মাওলানা সিহাব উদ্দিন (৬০)। তার গ্রামের বাড়ি মিরসরাই উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের ডোমখালীতে।
সেনবাগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
সেনবাগ(নোয়াখালী)সংবাদদাতা : সেনবাগে ০৬ মে সোমবার সকাল ৯ ঘটিকায় কল্যান্দী কি-ার গার্টেন এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কল্যান্দী কি-ার গার্টেন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: সাহাব উদ্দিনের সভাপতিত্বে হাজী মনির আহম্মেদের সাঞ্চলনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, (কুয়েত) বৃহত্তর নোয়াখালী প্রবাসী এসোসিয়েশন, সভাপতি প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম, অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, (কুয়েত) বৃহত্তর নোয়াখালী প্রবাসী এসোসিয়েশন সহ-সভাপতি মোহাম্মদ হানিফ কোম্পানীগঞ্জ ১নং সিরাজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আবু সাঈদ, ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ উল্যা বিএসি (কুয়েত) বৃহত্তর নোয়াখালী প্রবাসী এসোসিয়েশন আইন-বিষয়ক সম্পাদক মো: আবুল বাশার মনির, প্রাক্তন সাব- ইন্সেপেক্টর রফিকুল ইসলাম, রুহল আমিন বিএসি, সামাজিক ব্যক্তিত্ব শরিয়ত উল্যা, ডা: মজিবুল হক,শ্যামল কর্মকার ও কল্যান্দী কি-ার গার্টেনের সকল শিক্ষক/শিক্ষিকা ,ছাত্রছাত্রী ও অভিবাবক, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন বিভাগে পুরুস্কার তুলে দেওয়া হয়। পরে একর্পযায়ে (কুয়েত) প্রবাসী মহুরুম সাহাব উদ্দিনের স্ত্রী মমতাজ বেগমের হাতে আর্থিক সহায়তার অনুদান তুলে দেন (কুয়েত) বৃহত্তর নোয়াখালী প্রবাসী এসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম।
Sunday, 5 May 2013
অন্ধকার দিয়ে অন্ধকার ঢাকা যায়না, আলো দিয়ে অন্ধকার ঢাকতে হয়- --------ওবায়দুল কাদের
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) থেকে- এএইচএম মান্নান মুন্না ঃ যে মন্ত্রী ও জনপ্রতিনিধি কাজ করবে তাদেরকে গনসম্বর্ধনা দেয়ার প্রয়োজন হয়না। তিনি কাজ করবেন এ প্রতিশ্রুতি দিয়েই জনগন থেকে মেন্ডেট নিয়েছেন, আমাকে তোরণ, ফুল ও রোদ-বৃষ্টির মাঝে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদেরকে রাস্তায় লাইনে দাঁড়িয়ে করতালি ও সম্বর্ধনা দিয়ে আমাকে খুশি করার প্রয়োজন নেই। এ সংস্কৃতি আমাদেরকে পরিহার করতে হবে। এখন আমার দায়িত্ব কাজ দিয়ে আপনাদের খুশি করা। আমি আপনাদের দোয়ায় বর্তমান সরকারের শীর্ষ স্থানীয় মন্ত্রীদের মধ্যে একজন স্থান করে নিয়েছি।
সেনবাগে উপজেলা নির্বাহী অফিসার ও প্রকৌশলীi পরিত্যাক্ত ভবনে অফিস :
সেনবাগ (‡bvqvLvjx) সংবাদদাতা : জেলা প্রশাসকের সিন্ধান্ত হীনতার কারনে নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিগত তিন বছর ধরে চরম ঝুকিপূর্ন ভবনে জীবনের ঝুকি নিয়ে অফিস করছেন সেনবাগ উপেজলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলীসহ তাদের অধিন্ত অর্ধশত কর্মকর্তা ও কর্মচারীরা। সিন্ধান্ত বাস্তবায়নে সরকারী দপ্তরের দীর্ঘ সুত্রীতার কারণে সাভার ট্রাজিডির মতো প্রাণহানী ঘটলে এই দায় নিবে কে?
খোজনিয়ে জানাগেছে, নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদের মালিকানাধীন দুইতলা বিশিষ্ট্য ইউটিডিসি কমপেক্স ভবন নং-১ প্রথম ও দ্বিতীয় তলা ভবনটির বিভিন্ন পিলার ও ছাঁদে ফাটল দেখা দেওয়ায় ভবনটি বিপদজনক হয়ে পড়ে। এই কারণে ২০১১ সালের অক্টোবরে ২৭ তারিখে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আনোয়ার পাশা ও উপজেলা প্রকৌশলী মীর হোসেন বিষয়টি উপস্থাপন করলে সর্বসম্মতি ক্রমে ভবনটি ঝুকিপুর্ন বিবেচনা করে এটি পরিত্যাক্ত ঘোষনার জন্য নোয়াখালী জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটিতে প্রেরণের সিন্ধান্ত গৃহীত হয়। এরেই আলোকে বিগত ২০১১সালের ২১ ডিসেম্বর সেনবাগ উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ আনোয়ার পাশা স্বারক নং-০০.৫৭৬.০১৮.০০.০০.০১৮.২০১১-১৬৬৭মাধ্যমে সেনবাগ উপজেলা পরিষদের মালিকানাধীন ব্যবহার অনুযোগী দুইতলা বিশিষ্ট্য ইউটিডিসি কমপেক্স-১কে পরিত্যাক্ত ঘোষনা করার জন্য স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ.উপ-১শাখায় স্বারক নং-উপ-২/৩পি-৪৬/২০০২/৩৪২(৪৮১) প্রস্তাবটি প্রাক্কলন ব্যায় হিসাব ও মাসিক সাধারণ সভা( উপজেলা উন্নয়ন সভা) কার্যবিবরনীসহ প্রেরণ করে। কিন্তু দীর্ঘ তিন বছর অতিবাহিত হলেও এখনো এই বিষয়ে কোন প্রদক্ষেপ গ্রহন করা হয়নি।
খোজনিয়ে জানাগেছে, নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদের মালিকানাধীন দুইতলা বিশিষ্ট্য ইউটিডিসি কমপেক্স ভবন নং-১ প্রথম ও দ্বিতীয় তলা ভবনটির বিভিন্ন পিলার ও ছাঁদে ফাটল দেখা দেওয়ায় ভবনটি বিপদজনক হয়ে পড়ে। এই কারণে ২০১১ সালের অক্টোবরে ২৭ তারিখে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আনোয়ার পাশা ও উপজেলা প্রকৌশলী মীর হোসেন বিষয়টি উপস্থাপন করলে সর্বসম্মতি ক্রমে ভবনটি ঝুকিপুর্ন বিবেচনা করে এটি পরিত্যাক্ত ঘোষনার জন্য নোয়াখালী জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটিতে প্রেরণের সিন্ধান্ত গৃহীত হয়। এরেই আলোকে বিগত ২০১১সালের ২১ ডিসেম্বর সেনবাগ উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ আনোয়ার পাশা স্বারক নং-০০.৫৭৬.০১৮.০০.০০.০১৮.২০১১-১৬৬৭মাধ্যমে সেনবাগ উপজেলা পরিষদের মালিকানাধীন ব্যবহার অনুযোগী দুইতলা বিশিষ্ট্য ইউটিডিসি কমপেক্স-১কে পরিত্যাক্ত ঘোষনা করার জন্য স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ.উপ-১শাখায় স্বারক নং-উপ-২/৩পি-৪৬/২০০২/৩৪২(৪৮১) প্রস্তাবটি প্রাক্কলন ব্যায় হিসাব ও মাসিক সাধারণ সভা( উপজেলা উন্নয়ন সভা) কার্যবিবরনীসহ প্রেরণ করে। কিন্তু দীর্ঘ তিন বছর অতিবাহিত হলেও এখনো এই বিষয়ে কোন প্রদক্ষেপ গ্রহন করা হয়নি।
Wednesday, 1 May 2013
মিরসরাইয়ে ঝুঁকিপূর্ণ সেতু, ১০ হাজার মানুষের দুর্ভোগ
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : মিরসরাইয়ের আবুতোরাব-হাসিমনগর-চরশরৎ সড়কে হাদিনগর সেতুটি জরাজীর্ণ হয়ে পড়েছে। আশপাশের গ্রামের প্রায় ১০ হাজার মানুষ ঝুঁকি নিয়েই ব্যবহার করছে সেতুটি। যেকোনো সময় ভেঙে ঘটতে পারে বড় দুর্ঘটনা।
সরেজমিনে দেখা গেছে, প্রায় ৪০ বছর আগে নির্মিত সেতুটির মাঝখানের কংক্রিট ও পলেস্তারা খসে পড়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় প্রতিদিন পার হয় ছোট-বড় যানবাহন ও মানুষ।
সরেজমিনে দেখা গেছে, প্রায় ৪০ বছর আগে নির্মিত সেতুটির মাঝখানের কংক্রিট ও পলেস্তারা খসে পড়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় প্রতিদিন পার হয় ছোট-বড় যানবাহন ও মানুষ।
ফেনী নদী থেকে বালু উত্তোলন : বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি
মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধি : উপজেলার জয়পুর পূর্বজোয়ার গ্রামের ৭০ বছর বয়সী মালতি রায়ের একমাত্র ফসলি জমি ভেঙে আছড়ে পড়ছে ফেনী নদীতে। ৪৮ শতক এই জমিতে গোল আলু আর মিষ্টি কুমড়ার চাষ করেছেন তিনি।
মালতি রায় বললেন, ‘জালিয়াঘাটের বালু ইজারাদার সিন্ডিকেট আমার পাশের জমিগুলো কিনে বালু-মাটি কেটে গভীর গর্ত বানিয়ে দিচ্ছে। ফলে আমার জমিটিও ভেঙে বিলীন হয়ে যাচ্ছে।’
মালতি রায় বললেন, ‘জালিয়াঘাটের বালু ইজারাদার সিন্ডিকেট আমার পাশের জমিগুলো কিনে বালু-মাটি কেটে গভীর গর্ত বানিয়ে দিচ্ছে। ফলে আমার জমিটিও ভেঙে বিলীন হয়ে যাচ্ছে।’
Subscribe to:
Posts (Atom)