মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামীলীগ মিরসরাই উপজেলা শাখা।বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণস্থানে বিক্ষোভ মিছিলটি পদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশ নেয় উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তোফায়ের উল্লাহ চৌধুরী নাজমুল,
মিরসরাই পৌরসভা আওয়ামলীগের সভাপতি গিয়াস উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক মোহাম্মদ হাসান, কমিশনার শাখের ইসলাম রাজু, যুবলীগ নেতা অধ্যাপক নুরুল আবছার সেলিম, মো: শহীদ, ছাত্রলীগ নেতা রিফাত, শামীম, তৌহিদ পলাশ প্রমুখ। সমাবেশে বক্তরা বলেন, জামায়াত-শিবির হরতালের দিয়ে দেশব্যাপী নাশকতার সৃষ্টি করেছে। তাদের বিরুদ্ধে সর্বদা রুখে দাঁড়াতে হবে। শীর্ষ যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর করে এদেশকে কলঙ্কমুক্ত করতে হবে।