Thursday, 14 February 2013

মিরসরাইয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ

মিরসরাই প্রতিনিধি: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মিরসরাইয়ে মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার (১৩ফেব্রুয়ারি) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মিরসরাই উপজেলার উদ্যোগে মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরুর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিলে মুক্তিযোদ্ধাদের সাথে শত শত নারী-পুরুষ অংশ নেয়। মিরসরাইয়ের মুক্তিযোদ্ধারা সমাবেশ থেকে শাহবাগ প্রজম্ম চত্ত্বরে যুুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তরুণদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কবির আহম্মদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবুল হাশেম, ডাঃ সাদাকাত উল্ল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, নজরুল ইসলাম বাচ্চু, নুরুল হুদা, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী প্রমুখ।