Tuesday, 26 February 2013

মিরসরাইয়ে স্কুলে আগুন : কর্তৃপক্ষের অভিযোগ পরিকল্পিত ঘটনা

মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাই উপজেলায় একটি স্কুল ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ছুটি খাঁ মসজিদ সংলগ্ন জোরারগঞ্জ আইডিয়াল একাডেমী স্কুলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্কুলের প্রধান শিক্ষক। এছাড়া স্কুলে ভবনে আগুন লাগার ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলেও মনে করছেন স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষ জানান, দুর্বৃত্তরা প্রথমে স্কুলের অফিস কক্ষের তালা কেটে  প্রবেশ করে আগুন লাগিয়ে পরবর্তীতে অন্য আরেকটি তালা লাগিয়ে দেয়। সোমবার দিবাগত রাত প্রায় আড়াইটার সময় দুর্বৃত্তদের দেয়া আগুনে অফিস কক্ষসহ ৭ টি কক্ষের মূল্যবান নথি, আসবাবপত্র ও নগদ প্রায় ৩৫ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায়।
এসময় স্কুলের একটি কম্পিউটার ও স্কেনার নিয়ে যায় তারা। মঙ্গলবার সকালে স্কুলের নিরাপত্তা প্রহরী ওহিদুর রহমান মামুন এই ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে মিরসরাই থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এছাড়া পুলিশ প্রাথমিক আলামত হিসেবে দুইটি তালা ও কম্পিউটারের ১টি মাউস সংরক্ষণ করেছে। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি সাইদুর রহমান চৌধুরী জানান, এটি পূর্বপরিকল্পিত ঘটনা। কারা এমন নাশকতা করতে পারে জানতে চাইলে সাইদুর বলেন, ‘স্কুলের সুনামে ঈশ্বান্বিত হয়ে কোন একটি চক্র এ ঘটনা ঘটিয়েছে।’স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, ‘স্কুলটি প্রতিষ্ঠার পর থেকে ভালো ফলাফলের জন্য বেশ সুনাম কুড়িয়েছে। পড়াশোনার মান ভালো হওয়ার কারণে পূর্বপরিকল্পিতভাবে এই নাশকতা চালানো হয়েছে।’ এবিষয়ে মিরসরাই থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও প্রধান শিক্ষক জানিয়েছেন। মিরসরাই থানা উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, আগুন দেয়ার ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে স্কুলের নিরাপত্তা প্রহরীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।