Monday, 18 February 2013

কবিরহাটে যোগাযোগমন্ত্রী: নতুনেরা এগিয়ে এলে লুটেরাদের হাত থেকে দেশ রক্ষা পাবে

এম.আবদুল হাই (নোয়াখালী প্রতিনিধি): যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে চরিত্রবান, শিক্ষিত, সৎ-নিষ্ঠাবান, দেশপ্রেমী নতুন প্রজন্মকে এগিয়ে আসা দরকার। জন প্রতিনিধি হতে নতুনদের এগিয়ে আসতে হবে। নতুনেরা এগিয়ে এলে লুটেরাদের হাত থেকে দেশ ও দেশের সম্পদ রক্ষা পাবে। 
তিনি ১৬ ফেব্রুয়ারী শনিবার সকালে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, রাজনীতি করতে হলে চরিত্রবান হওয়া দরকার, সততা দরকার, পরিশ্রম দরকার, ত্যাগ দরকার, কষ্ট স্বীকার করা দরকার, আর এসব বঙ্গবন্ধুর জীবনী থেকে শিক্ষা নিতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন্নাহার শিউলী।