Tuesday, 26 February 2013

মিরসরাইয়ে মহামায়া মন্দিরে চুরি - টাকা লুট, জিনিসপত্র তছনছ

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান বলে পরিচিত মহামায়া মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার সদর ইউনিয়নের মিঠাছরা বাজারে অবস্থিত এ মন্দিরে সোমবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে।
এসময় চোররা নগদ টাকা, দানবাক্স লুট এবং অফিস কক্ষে ঢুকে মূল্যবান নথিপত্র তছনছ করেছে বলে দাবি করেছে মন্দির পরিচালনা কমিটি। মহামায়া মন্দির পরিচলনা পরিষদের নের্তৃবৃন্দ জানান, সোমবার দিবাগত গভীর রাতে মন্দিরের প্রধান ফটকসহ ৭টি তালা ভেঙ্গে চোররা মন্দিরের বিভিন্ন কক্ষে প্রবেশ করে। এসময় তারা ৩টি দানবাক্সের নগদ টাকা, মন্দিরে রাখা মূর্তির শাড়ি, পূজারীর নগদ ৩২ হাজার টাকাও মূল্যবান কাগজপত্র তছনছ করে।  মন্দিরের পূজারী ভবতোষ চক্রবর্তী জানান, সকালে এসে তিনি মন্দিরের ৪ টি দরজার তালা ভাঙ্গা দেখতে পেয়ে মন্দির কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এরপর মন্দির কর্তৃপক্ষ চুরির ঘটনা থানা পুলিশকে জানান। মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল দে বলেন, ‘মন্দির চুরির ঘটনায় প্রায় ৮ লক্ষ টাকার মালামাল লুট হয়েছে। এরপূর্বে আরো দুইবার মহামায়া মন্দিরে চুরির ঘটনা ঘটছে। থানায় অভিযোগ দিলেও পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। এদিকে চুরির ঘটনায় মহামায়া মন্দির পরিদর্শন করেছেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী রাজিব প্রমুখ।