মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই উপজেলার লোকালয় উদ্ধার হওয়া চিত্রা হরিণটি বনে অবমুক্ত করে দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে হরিণটি উদ্ধারের পর রাত ৮টায় উপকূলীয় সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়। মিরসরাই থানার এসআই শফিকুল ইসলাম পিপিএম জানান,খাদ্য ও পানির সন্ধানে আবাসস্থল থেকে চিত্রা হরিণটি ইছাখালীর চুনিমিঝির টেক এলাকায় পানি খেতে আসে। এ সময় এলাকাবাসী হরিণটিকে দেখতে পেয়ে থানায় খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে হরিণটি উদ্ধার করে। রাত ৮টার দিকে স্থানীয়দেরকে নিয়ে উপকূলীয় সংরক্ষিত গহীন বনাঞ্চলে হরিণটিকে অবমুক্ত করে করা হয়। এলাকাবাসীরা জানান, হঠাৎ করেই হরিণটি বন ছেড়ে লোকালয়ে চলে এসেছে। হরিণের আবাসস্থলে মারাত্মক খাদ্য ও মিঠা পানির সংকট দেখা দিয়েছে। এতে হরিণ ছুটে আসছে লোকালয়ে। অনেক সময় চোরা শিকারীদের হাতে মারা পড়ছে। বন বিভাগের তেমন নজরদারি না থাকায় হরিণের জীবন বিপন্ন হতে চলেছে বলে তারা মনে করছেন। এ ব্যাপারে বামনসুন্দর বনবিট কর্মকর্তা মাহমুদ হাসান জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে ঘটনাস্থলে যাওয়ার পূর্বে থানা পুলিশও এলাকাবাসী হরিণটিকে উপকূলীয় সংরক্ষিত বনে অবমুক্ত করেছেন বলে তিনি জানান।