জি.কে বাবলূ (কোম্পানী গঞ্জ প্রতিনিধি): নোয়াখালীর জেলাধীন কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে প্রথমবারের মতো কোম্পানীগঞ্জ ফজলুল হক কারিগরি মহাবিদ্যালয়। এই উপলক্ষ্যে সম্প্রতি অত্র কারিগরি মহাবিদ্যায় প্রাঙ্গণে এক আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ্িস্থত ছিলেন কারিগরি মহাবিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক ও দাতা আমেরিকা প্রবাসী ফজলুল হক।
কারিগরি মহা বিদ্যালয়ের উদ্যোক্তা ও ম্যানেজিং কমিটির সভাপতি চরফকিরাইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন বিএনও এর ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর মো. ইউসুফ, সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়া, জহির উদ্দিন সেলিম, প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী ছায়েদল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন লিটন, উপজেলা জাতীয় পাটির সভাপতি হাজী জিয়াউল হক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হানিফ পাটোয়ারী, ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল খালেক ভূঞা, ইউনিয়ন জামাতে ইসলামী’র সভাপতি মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও গোলাম মাওলা, সাহেব আলী চৌধুরী মঞ্জু, গোলাম ফারুক খোকন, মাওলানা অজি উল্যাহ, মাওলানা আবু ছায়েদ, জহির উদ্দিন, রহিম উল্যাহ বিদ্যুৎসহ এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য কোম্পানীগঞ্জ এলাকায় এই প্রথম একটি পুর্নাঙ্গ কারিগরি মহাবিদ্যালয় স্থাপিত হতে যাচ্ছে। প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও দাতা ফজলুল হক প্রতিষ্ঠানকে তার নিজস্ব বসত ভিটা সংলগ্ন ২(দুই) একর ভূমি ও কলেজের এম.পিও ভুক্তী পর্যন্ত সকল খরচ বহন করা কথা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত সকল অথিথি ও শ্রোাতাবৃন্দ অত্র কারিগরি মহাবিদ্যালয়ের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপসহ উদ্যেক্তা ও দাতাকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে কারিগরি মহাবিদ্যালয় প্রতিষ্ঠা এবং যাবতীয় কার্যাবলী পরিচালনার জন্য মিজানুর রহমান বাদলকে সভাপতি, জহির উদ্দিন সেলিমকে সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটিও গঠিত হয়।