Friday, 8 February 2013

মেঘনায় লঞ্চ ডুবি: ৩টি লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ: নিউজডেস্ক :  মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় নিখোঁজ যাত্রীদের মধ্যে এক শিশু ও দুই নারীর লাশ উদ্ধার করেছেন ডুবরীরা। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। তবে,  এ ৩ জনের পরিচয় এখনও পাওয়া যায়নি। শুক্রবার সকাল ৮টার দিকে ফিরোজা ফারজানা নামে একটি বালুবাহী বলগেট পেছন থেকে সজোরে ধাক্কা দিলে এমভি সারশ নামে লঞ্চটি ডুবে যায়। দুপুর ২টার দিকে লঞ্চের সন্ধান পাওয়া গেছে। এরপর এক শিশুসহ ২ নারীর লাশ উদ্ধার করা হয়। এ সময় লঞ্চটিতে অর্ধ শতাধিক যাত্রী ছিলেন।
এদিকে, দুঘর্টনার খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ রুস্তম সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছেছে। মেঘনা নদীর মাঝখানে নোঙর করেছে রুস্তম। সেখানে ডুবুরিরা ডুবে যাওয়া লঞ্চটি সনাক্ত করার কাজ শুরু করেছে। বেলা সোয়া ১১টা পর্যন্ত ডুবে যাওয়া লঞ্চটিকে সনাক্ত করা যায়নি। ডুবে যাওয়া কোনো যাত্রীরও সন্ধান পাওয়া যায়নি। ফিরোজা ফারজানা নামে বলগেটটি আটক করেছে স্থানীয় জনতা। এ সময় ডুবে যাওয়া লঞ্চে ৭০ থেকে ৮০ জন যাত্রী ছিল বলে জানা গেছে৤ এদিকে, মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আয়াতুন ইসলাম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) কামরুন নাহান, মুন্সীগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা আ’লীগের সভাপতি আফসারউদ্দিন ভূঁইয়া, গজারিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আহসানউল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতায় সহায়তা করছেন।