Thursday, 28 February 2013

মিরসরাইয়ে আ’লীগের হরতাল বিরোধী মিছিল

মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামীলীগ মিরসরাই উপজেলা শাখা।বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণস্থানে বিক্ষোভ মিছিলটি পদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশ নেয় উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তোফায়ের উল্লাহ চৌধুরী নাজমুল,

সারা দেশে জামায়াত শিবিরের সহিংসতা : পুলিশের সাথে সংঘর্ষ

হরতালে মিরসরাইয়ে জামায়াত-শিবিরের রাজপথ অবরোধ : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আজ রায়ের প্রতিবাদে দেশব্যাপী জামায়াতের হরতাল চলছে। হরতালে চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াত-শিবিরের কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে।

Tuesday, 26 February 2013

মিরসরাইয়ে স্কুলে আগুন : কর্তৃপক্ষের অভিযোগ পরিকল্পিত ঘটনা

মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাই উপজেলায় একটি স্কুল ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ছুটি খাঁ মসজিদ সংলগ্ন জোরারগঞ্জ আইডিয়াল একাডেমী স্কুলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্কুলের প্রধান শিক্ষক। এছাড়া স্কুলে ভবনে আগুন লাগার ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলেও মনে করছেন স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষ জানান, দুর্বৃত্তরা প্রথমে স্কুলের অফিস কক্ষের তালা কেটে  প্রবেশ করে আগুন লাগিয়ে পরবর্তীতে অন্য আরেকটি তালা লাগিয়ে দেয়। সোমবার দিবাগত রাত প্রায় আড়াইটার সময় দুর্বৃত্তদের দেয়া আগুনে অফিস কক্ষসহ ৭ টি কক্ষের মূল্যবান নথি, আসবাবপত্র ও নগদ প্রায় ৩৫ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায়।

মিরসরাইয়ে মহামায়া মন্দিরে চুরি - টাকা লুট, জিনিসপত্র তছনছ

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান বলে পরিচিত মহামায়া মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার সদর ইউনিয়নের মিঠাছরা বাজারে অবস্থিত এ মন্দিরে সোমবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে।

মিরসরাইয়ের সাংবাদিক জাফরুল ইসলাম আর নেই

মিরসরাই প্রতিনিধি : ষাটের দশকে পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে চট্টগ্রামে শহীদ মিনার নির্মাতা,প্রগতিশীল গণআন্দোলনের অন্যতম সংগঠক ও কীর্তিমান সাংবাদিক কাজী জাফরুল ইসলাম আর নেই। মঙ্গলবার(২৬ ফেব্র“য়ারি) ভোর সাড়ে ৬টায় চট্টগ্রামের নন্দনকানন এলাকায় বৌদ্ধমন্দির সড়কে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে। প্রায়াত জাফরুল ইসলামের ভাগ্নে ও সাংবাদিক হাসান নাসির জানান, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

Monday, 18 February 2013

কবিরহাটে যোগাযোগমন্ত্রী: নতুনেরা এগিয়ে এলে লুটেরাদের হাত থেকে দেশ রক্ষা পাবে

এম.আবদুল হাই (নোয়াখালী প্রতিনিধি): যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে চরিত্রবান, শিক্ষিত, সৎ-নিষ্ঠাবান, দেশপ্রেমী নতুন প্রজন্মকে এগিয়ে আসা দরকার। জন প্রতিনিধি হতে নতুনদের এগিয়ে আসতে হবে। নতুনেরা এগিয়ে এলে লুটেরাদের হাত থেকে দেশ ও দেশের সম্পদ রক্ষা পাবে। 

কোম্পানীগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

হোসাইন সজীব (কোম্পানী গঞ্জ সংবাদদাতা): নোয়াখালী জেলার কোম্পানগঞ্জ উপজেলায় “করিলে রক্তদান বাঁচিবে একটি প্রাণ” এই স্লোগানকে প্রতিপাদ্য করে স্বেচ্ছায় রক্তদানকারী প্রতিষ্ঠান উই ফর ইউর উদ্যোগে গত ২ ফেব্র“য়ারী সকালে বিনামূল্যে রক্তের গ্র“প নির্নয়, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চরফকিরায় চালু হচ্ছে কোম্পানীগঞ্জের প্রথম কারিগরি মহাবিদ্যালয়

জি.কে বাবলূ (কোম্পানী গঞ্জ প্রতিনিধি): নোয়াখালীর জেলাধীন কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে প্রথমবারের মতো কোম্পানীগঞ্জ ফজলুল হক কারিগরি মহাবিদ্যালয়। এই উপলক্ষ্যে সম্প্রতি অত্র কারিগরি মহাবিদ্যায় প্রাঙ্গণে এক আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ্িস্থত ছিলেন কারিগরি মহাবিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক ও দাতা আমেরিকা প্রবাসী ফজলুল হক।

সেনবাগে তুচ্ছ ঘটনাকে কেন্দ করে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১০

ফখরুদ্দিন মোবারক শাহ (নোয়াখালী প্রতিনিধি): নোয়াখালীর সেনবাগে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গত ৯ ফেব্র“য়ারী সন্ধ্যায় এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কানকিরহাট বাজারে কেশারপাড়া ও বীরকোটের গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ বাঁধে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হলেও দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।

Thursday, 14 February 2013

মিরসরাইয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ

মিরসরাই প্রতিনিধি: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মিরসরাইয়ে মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার (১৩ফেব্রুয়ারি) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মিরসরাই উপজেলার উদ্যোগে মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরুর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিলে মুক্তিযোদ্ধাদের সাথে শত শত নারী-পুরুষ অংশ নেয়। মিরসরাইয়ের মুক্তিযোদ্ধারা সমাবেশ থেকে শাহবাগ প্রজম্ম চত্ত্বরে যুুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তরুণদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন।

Friday, 8 February 2013

মেঘনায় লঞ্চ ডুবি: ৩টি লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ: নিউজডেস্ক :  মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় নিখোঁজ যাত্রীদের মধ্যে এক শিশু ও দুই নারীর লাশ উদ্ধার করেছেন ডুবরীরা। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। তবে,  এ ৩ জনের পরিচয় এখনও পাওয়া যায়নি। শুক্রবার সকাল ৮টার দিকে ফিরোজা ফারজানা নামে একটি বালুবাহী বলগেট পেছন থেকে সজোরে ধাক্কা দিলে এমভি সারশ নামে লঞ্চটি ডুবে যায়। দুপুর ২টার দিকে লঞ্চের সন্ধান পাওয়া গেছে। এরপর এক শিশুসহ ২ নারীর লাশ উদ্ধার করা হয়। এ সময় লঞ্চটিতে অর্ধ শতাধিক যাত্রী ছিলেন।

Monday, 4 February 2013

মিরসরাইয়ে পরিবেশ রক্ষায় সহায়ক গুই সাপ বিলুপ্তি ঝুঁকিতে

মিরসরাই : মুহাম্মদ দিদারুল আলম, (নিজস্ব প্রতিনিধি): গুই সাপকে শত্র“ বলে গণ্য করে এদের প্রাণে মেরে ফেলার প্রবণতা বেশি গ্রামীণ জনপদে। কিন্তু গুই সাপ কখনওই মানুষের ক্ষতিসাধন করে না। উপরন্তু পরিবেশ রক্ষায় অনন্য ভূমিকা রাখছে এই প্রাণীটি। বিশ্বের বিভিন্ন দেশে গুই সাপের বিচরণ থাকলেও বাংলাদেশে এটি অধিক ঝুঁকিতে রয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, সারা পৃথিবীতে ৭৩ প্রজাতির গুই সাপ রয়েছে। আর বাংলাদেশে রয়েছে তিনটি প্রজাতি। এই তিন প্রজাতির গুই সাপের বৈজ্ঞানিক নাম হচ্ছে Varanus bengalensis,Varanus flavescens Ges Varanus salvator. বাংলাদেশে শুধুমাত্র চট্টগ্রাম ও সিলেটে গুই সাপের বিচরণ রয়েছে।

Sunday, 3 February 2013

মিরসরাইয়ে লোকালয়ে চিত্রা হরিণ : রাতে অবমুক্ত

মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই উপজেলার লোকালয় উদ্ধার হওয়া চিত্রা হরিণটি বনে অবমুক্ত করে দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে হরিণটি উদ্ধারের পর রাত ৮টায় উপকূলীয় সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।  মিরসরাই থানার এসআই শফিকুল ইসলাম পিপিএম  জানান,খাদ্য ও পানির সন্ধানে আবাসস্থল থেকে চিত্রা হরিণটি ইছাখালীর চুনিমিঝির টেক এলাকায় পানি খেতে আসে।  এ সময় এলাকাবাসী হরিণটিকে দেখতে পেয়ে থানায় খবর দেয়।