Sunday, 16 June 2013

ফাঁকা মাঠে গোল দেওয়া এ সরকার পছন্দ করেন না- ওবায়দুল কাদের

এএইচএম মান্নান মুন্না, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উন্নায়নের স্বার্থে একটা সরকার পরপর দুইবার ক্ষমতায় আসলে  উন্নায়নে ব্যাঘাত হয়না। দেখা গেছে আমি কাজ করে চলে গেলাম আমার পর আর একজন আসলে উন্নায়ন অসম্পূর্ণ হয়ে থাকে।

Thursday, 13 June 2013

জলদস্যুদের সাথে ১০০ রাউন্ড গুলিবিনিময় : কোম্পানীগঞ্জের দুর্ধর্ষ জলদস্যু প্রধান নেয়ামত গ্রেফতার, আহত-১০

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) থেকে-এএইচএম মান্নান মুন্না : জলদস্যুদের সাথে শতাধিক রাউন্ড গুলি বিনিময়ের পর কোম্পানীগঞ্জের দুর্ধর্ষ জলদস্যু প্রধান নেয়ামতকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় অন্তত ১০ জলদস্যু আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুছাপুর রেগুলেটর এলাকায় গতকাল বুধবার সন্ধ্যায়।

Wednesday, 12 June 2013

কুমিল্লায় প্রতিবন্ধি নাগরিক অধিকার কমিটির মানববন্ধন

কুমিলা : গত ৮ জুন কুমিলা জেলা প্রতিবন্ধি নাগরিক অধিকার কমিটির উদ্যোগে কুমিল্লা প্রেসক্লাবের সামনে প্রতিবন্ধি নাগরিকদের ৩ দফা দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কুমিলা জেলা প্রতিবন্ধি নাগরিক অধিকার কমিটির আহ্বায়ক মো. মোস্তফা কামাল ফোরম্যানের নেতৃত্বে প্রতিবন্ধিদের বিশাল এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুগ্ম আহ্বায়ক মো. খালেকুজ্জামান, সদস্য সচিব মো. সহিদ উল্যা, মহিলা সম্পাদিকা ফাতেমা আক্তার, সদস্য মো. কবির হোসেন, মো. জয়নাল আবেদীন, আব্দুর রব, আব্দুর রহিম, আমির হোসেন, ফয়েজ উল্যা, জাহাঙ্গীর আলম, মো. হাসান, মো. সেলিম, সালেহ আহম্মদ প্রমুখ। জেলা প্রতিবন্ধি নাগরিক অধিকার কমিটির আহ্বায়ক মো. মোস্তফা কামাল ফোরম্যান বলেন ‘সন্তান না কাঁদলে মা-ও দুধ দেয় না’ এই বিশ্বাসকে লালন করে আমরা ২৫ বছর ধরে আমাদের যথাযথ অধিকার আদায়ে আন্দোলন করে আসছি। যৌক্তিক ও ন্যায়সংঙ্গত আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায়ের চেষ্টা চালিয়ে যাব।
 প্রতিবন্ধি নাগরিক অধিকার কমিটির ইতিপূর্বে ঘোষিত ৩ দফা দাবিগুলো হলো- ক. একজন মন্ত্রী পরিষদ সদস্যসহ প্রতিবন্ধি ব্যক্তিদের উন্নয়ন সমন্বয় মন্ত্রণালয়, জাতীয় সংসদে ৩৫টি এবং স্থানীয় সরকারের সকল স্তরে ২টি করে প্রতিবন্ধি প্রতিনিধিদের জন্য আসন সংরক্ষণ চাই, খ. জাতীয় বাজেটে প্রতিবন্ধি ব্যক্তিদের স্ব-সংগঠনসমূহের ক্ষমতায়ন ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ১% এবং সকল মন্ত্রণালয়ের বাজেট প্রতিবন্ধি ব্যক্তিদের উন্নয়ন বান্ধব নিশ্চিত পূর্বক বরাদ্ধ চাই, গ. সরকার কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধি বিষয়ক জাতিসংঘ সনদের আলোকে অধিকার ভিত্তিক ও বৈষম্যমুক্ত আইন চাই।

সেনবাগে র্দুর্ধষ ডাকাতি স্বর্ণ ও নগদ অর্থ লুট আহত ২

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের একই রাতে কাজির খীল ও নুরানী পোল গ্রামের  দুটি বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে ।
 স্থানীয়রা জানান, মঙ্গলবার গভীর রাতে কাজির খীল গ্রামের বেচু ভূঞা বাড়ির জাহাঙ্গীর আলম ও তার ভাইয়ের ঘরে এবং একই রাতে  নুরানী পোল গ্রামের চৌধুরীর নতুন বাড়ীতে ঢুকে ডাকাত দল ডাকাতি চালায় ।  এ সময় সশস্ত্র ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে বেঁধে ফেলে দুই বাড়ি থেকে ১১ ভরি র্স্বণলংকার, নগদ ১,৯০,০০০ হাজার টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় । এ সময়  ডাকাতরা ২ জনকে কুপিয়ে গুরুতর আহত করে । আহতরা হলেন চৌধুরীর বড় ছেলে নুরের ছাপা (৩২) ও ছোট ছেলে হুমায়ুন কবির(২৯) । তাদেরকে নোয়াখালীর এশিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে । খবর পেয়ে গতকাল সকালে  সেনবাগ থানার (ভারপাপ্ত) কর্মকতা  ঘটনাস্থল পরির্দশন করেছে ।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সেনবাগ থানার অফিসার ইনর্চাজ (ওসি) এমরান আলী পিপিএম ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারকে থানায় মামলা করার জন্য বলা হয়েছে । থানায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।

Monday, 10 June 2013

অর্থ কেলেঙ্কারির দায়ে বনিক সমিতির সভাপতি-সম্পাদককে তুলোধূনা করেছে সাধারণ সদস্যরা, মেয়রকে প্রধান করে ১১ সদস্য তদন্ত কমিটি গঠন

এ এইচ এম মান্নান মুন্না-কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সর্ববৃহত সমবায় প্রতিষ্ঠান কোম্পানীগঞ্জ শিল্প বনিক সমবায় সমিতির সভাপতি এন.এম আনোয়ার ও সাধারণ সম্পাদক আবুল বাসারেরকে প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে তুলোধূণা করেছে সাধারন সদস্যরা। এ ঘটনা ঘটে রবিবার সন্ধ্যা ৭টায় বসুরহাট পৌরমিলনায়তনে। সমিতির সদস্যরা জানায়, সভাপতি ও সম্পাদক গত ৩ বছর যাবৎ সমিতির ২ কোটি ৮৪ লক্ষ টাকা অন্যায়ভাবে তাদের কাছে রেখে ব্যক্তিগত ব্যবসায় খাটিয়েছেন। এ টাকা যদি সমিতির ঋণ কার্যক্রমে ব্যবহার করা হত তাহলে প্রতি লক্ষ টাকায় প্রতিমাসে ২ হাজার ৫শ টাকা করে আয় হত।

Sunday, 9 June 2013

সেনবাগে যক্ষ্মা প্রতিরোধে ফার্মাসিস্টদের মতবিনিময় সভা

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালী সেনবাগে সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে যক্ষ্মা নিয়ন্ত্রক নাটাব’এর উদ্যেগে যক্ষ্মা প্রতিরোধে ফার্মাসিস্টদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

কমলনগর ও রামগতিতে শত কোটি টাকার সয়াবিন নষ্ট

আমজাদ হোসেন : আগাম বর্ষা ও ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে তছনছ হয়ে গেছে দেশের সর্ববৃহৎ সয়াবিন উৎপাদন জোন লক্ষ্মীপুর। পানির নিচে জেলার কমলনগর ও রামগতি উপজেলার শত কোটি টাকার সয়াবিন। এতে নিঃস্ব হয়ে গেছে ওই দুই উপজেলার হাজার হাজার সয়াবিন চাষি। একই সঙ্গে কৃষিবীজ উৎপাদন ও সংরক্ষণকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রাও পুরোপুরি ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

লক্ষ্মীপুরে যৌন নির্যাতনের শিকার শিশুটির অবস্থা আশংকাজনক

লক্ষ্মীপুর প্রতিনিধি:  লক্ষ্মীপুরে যৌন নির্যাতনের শিকার শিশুটির অবস্থা আশংকাজনক। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মেয়েটি। পুলিশ অভিযুক্ত শিক্ষক নুর ইসলামকে গ্রেপ্তার করেছে। প্রতিদিনের মত বুধবার সকাল সাড়ে আটটায় রাখালিয়া মাদ্রাসায় পড়তে যায় প্রথম শেণীর শিশুটি। মাদ্রাসা ছুটি হলে শিক্ষক নুর ইসলাম তাকে ডেকে নিয়ে যায় তার কক্ষে, এ সময় শিশুটি পাশবিক ও যৌন নির্যাতনের শিকার হয়।

কোম্পানীগঞ্জে ইউনিএইড এর শাখা উদ্ভোধন

এ এইচ এম মান্নান মুন্না, নোয়াখালী (কোম্পানীগঞ্জ): বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সফলতা লাভ করতে আর নয় ঢাকা-চট্টগ্রাম এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে গতকাল শুক্রবার সকাল ১১ টায় বসুরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইউনিএইড বসুরহাট শাখার শুভ উদ্ভোধন ও ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।