রাজশাহী :৩১শে জানুয়ারী : নিউজডেস্ক : “শিবির একটি গণতান্ত্রিক দল। তাদের মিছিল করার অধিকার আছে। শিবির যতক্ষণ সহিংস পথে যায়নি ততক্ষণ আমরা তাদেরকে অনুমতি দিয়েছি। আজ তারা সহিংস কর্মকাণ্ড চালাবে না- এমন তথ্যের ভিত্তিতে তাদের মিছিল করতে দেয়া হয়েছে।” এই ছিল জামায়াতের বক্তব্য আর পুলিশ বলছে, সহিংস পথে না যাওয়ার আশ্বাসেই তাদের অনুমতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজার থেকে শিবিরকর্মীরা মিছিল বের করে। পুলিশ পাহারায় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে গিয়ে শেষ হয়। পুলিশের পাহারাতেই সেখানে সমাবেশ করে করে শিবিরকর্মীরা।
Thursday, 31 January 2013
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন ডাকাতি, ৪ যাত্রী হত্যা
ব্রাহ্মণবাড়িয়া: ৩১শে জানুয়ারী : নিউজডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের এক বগিতে হানা দিয়ে পাঁচ যাত্রীকে ছুরিকাঘাত করে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়েছে একদল ডাকাত। এ ঘটনায় চার যাত্রী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের কাছে ভাদুঘর কুরুলিয়া রেলসেতু এলাকায় এ ঘটনা ঘটে। ওই বগিটিতে ওই পাঁচজন যাত্রীই ছিলেন। তারা আখাউড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন। যাত্রীদের মধ্যে নিহত ও আহত একজনের পরিচয় পাওয়া গেছে।
হরতাল চিত্র : চট্টগ্রাম জুড়ে চোরাগোপ্তা ভাংচুর, অগ্নিসংযোগ
চট্টগ্রাম: ৩১শে জানুয়ারী : নিউজডেস্ক : চোরাগোপ্তা হামলা, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগসহ বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে জামায়াত ইসলামীর ডাকে হরতাল পালিত হয়েছে। মানবতা বিরোধী অপাধের বিচারে গঠিত ট্রাইব্যুনাল বাতিল এবং শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জামায়াত ইসলামী বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রামে আধাবেলা এবং সারাদেশে সকাল-সন্ধ্যা এ কর্মসূচীর ডাক দেয়। বিরোধী দল বিএনপি এ হরতালে সমর্থন দিয়েছে। হরতাল শুরুর পর চট্টগ্রাম নগরী এবং জেলায় বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া বড় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোর থেকে কোথাও পিকেটারদের প্রকাশ্য উপস্থিতি চোখে পড়েনি। আকস্মিকভাবে অলি, গলি থেকে বের হয়ে যানবাহনে চোরাগোপ্তা হামলা চালিয়ে পিকেটাররা পালিয়ে যায়।
Tuesday, 29 January 2013
মিরসরাইয়ে সহস্রাধিক বছরের পুরানো বৃক্ষের সন্ধান
৩০ শে জানুয়ারী : মুহাম্মদ দিদারুল আলম : (মিরসরাই প্রতিনিধি): চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ইতিমধ্যে বিভিন্ন সময় পুকুর খননের সময় শত বছরের পুরনো নানা উপকরণ পাওয়া গেলেও সর্বশেষ একটি পুকুর খননের সময় পুকুরের গভীরে সন্ধান মেললো হাজার বছরের পুরানো বৃক্ষের। উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামের একটি পুকুর খননের সময় সন্ধান পাওয়া এই বৃক্ষ নিয়ে স্থানীয়দের মাঝে কৌতুহলের শেষ নেই।
Monday, 28 January 2013
মিরসরাইয়ে বখাটের অপহরণের হুমকীতে গৃহবন্দী স্কুল ছাত্রী
২৮ জানুয়ারী : নিজস্ব প্রতিনিধি : স্কুল যাওয়ার পথে তুলে নিয়ে যাওয়ার উপর্যুপরি হুমকিতে দীর্ঘ এক মাস ধরে স্কুলে যেতে পারছে না এক স্কুল ছাত্রী। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়েও দুঃশ্চিন্তায় পড়েছেন ওই ছাত্রীর অভিভাবক ও শিক্ষকরা। সে (ছাত্রী) চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে। গত ২৫ জানুয়ারি ছাত্রীর মা রাবেয়া বেগম মেয়ের নিরাপত্তা চেয়ে মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। শনিবার (২৬ জানুয়ারি) ছাত্রী নিজে এলাকার বখাটে জসিম উদ্দিনের নামে বিদ্যালয় প্রধান শিক্ষক মোশাররফ হোসেনকে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। জানা গেছে, উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামের নুরুজ্জামানের মেয়ে রোকসানা আক্তারকে একই গ্রামের বখাটে জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে স্কুল যাওয়ার পথে অপহরণের হুমকি ও উত্যক্ত করে আসছে। এ নিয়ে গত বছর ২৩ ফেব্রুয়ারি বখাটে জসিমকে অভিযুক্ত করে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় জসিম গ্রেফতার হয়ে আদালত থেকে জামিনে বেরিয়ে এসে পুণরায় ওই ছাত্রীকে উত্যক্ত করে এবং অপহরণের হুমকি দেয়। সম্প্রতি জসিম ওই ছাত্রীকে তুলে নিয়ে যেতে বেশ কয়েকবার চেষ্টা করলে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় তাঁর পরিবার। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখা থেকে রোকসানা অংশ নেয়ার কথা। কিন্তু বখাটে জসিমের ভয়ে বাড়ির বাহির হতে পারছেনা সে। পরীক্ষার প্রস্তুতি হিসেবে বিদ্যালয়ের কোচিং ক্লাশেও অংশ নিতে পারছে না গত এক মাস ধরে। রোকসানার মা রাবেয়া খাতুন জানান, ‘আমার মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাওয়ার পথে। এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্কুলের শিক্ষক ও থানা পুলিশের কাছে অভিযোগ দিয়েও কোন লাভ হয়নি। আগামী ৩ ফেব্রুয়ারি আমার মেয়ের পরীক্ষা, বখাটে জসিমের জন্য আমার মেয়েটা পরীক্ষাও দিতে পারবে না।’ মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন ওই ছাত্রীর দেয়া অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘এর আগেও বখাটে জসিম এই ছাত্রীকে স্কুলে আসার পথে উত্যক্ত করতো। সেবার পুলিশ তাকে গ্রেফতার করায় কিছুদিন মেয়েটা স্বস্তি¡তে স্কুলে আসা-যাওয়া করে। বর্তমানে তাঁর এসএসসি পরীক্ষা দেয়াও অনিশ্চিত হয়ে পড়েছে।’ ভূক্তভোগী ছাত্রী রোকসানা আক্তার জানান, ‘আমার মা আর আমি গ্রামের অনেকের কাছে বিচার চাইতে গিয়েও বিচার পাইনি। সবাই ওই সন্ত্রাসীকে ভয় পায়। আমি পরীক্ষা দিতে চাই। আমাকে আপনারা সাহায্য করুন।’
এ প্রসঙ্গে মিরসরাই থানার সেকেন্ড অফিসার (এসআই) আনোয়ার হোসেন খান জানান, অভিযুক্ত বখাটে জসিমকে আমরা গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।
এ প্রসঙ্গে মিরসরাই থানার সেকেন্ড অফিসার (এসআই) আনোয়ার হোসেন খান জানান, অভিযুক্ত বখাটে জসিমকে আমরা গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।
মিরসরাইয়ে লায়ন্সের বিনামূল্যে আই সাইট টেস্টও ব্লাড গ্রুপিং
Wednesday, 23 January 2013
এহসান সোসাইটি উদ্যোগে রংপুর বিভাগে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
রংপুর, ২৩ জানুয়ারী : এহসান সোসাইটি উদ্যোগে মঙ্গলবার সকালে রংপুর মহানগরীর জুম্মাপাড়াস্থ সদর কার্যালয়ে অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এহসান সোসাইটি পরিচালনা পরিষদের সদস্য, শরিয়া কাউন্সিলের সহ-সেক্রেটারী আলহাজ্ব হযরত মাওঃ মুফতি গোলাম রহমান। বিতরনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয় মাল্টি মিডিয়া ও টেকনোলজী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও বিজয় নিউজ ডট টিভি’র সম্পাদক ও প্রকাশক বিএম শফিকুল ইসলাম টিটু,
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এহসান সোসাইটি পরিচালনা পরিষদের সদস্য, শরিয়া কাউন্সিলের সহ-সেক্রেটারী আলহাজ্ব হযরত মাওঃ মুফতি গোলাম রহমান। বিতরনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয় মাল্টি মিডিয়া ও টেকনোলজী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও বিজয় নিউজ ডট টিভি’র সম্পাদক ও প্রকাশক বিএম শফিকুল ইসলাম টিটু,
বাহরাইনে নিহতদের দাফন, তিনদিনের শোক ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়া, ২৩ জানুয়ারী : বাহরাইনে অগ্নিকাণ্ডে নিহত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পাঁচজনের দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার দুপুর পৌনে ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা যজ্ঞেশর উচ্চ বিদ্যালয় মাঠে তিনজনের জানাজা অনুষ্ঠিত হয়। অপর দুইজনের জানাজা একই সময়ে পার্শ্ববর্তী বিটঘর ইউনিয়নের গুড়িগ্রাম ও ভৈরবনগর গ্রামে অনুষ্ঠিত হয়।
মুরাদনগরে আ’লীগ-বিএনপি সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত ২০
Tuesday, 22 January 2013
ইউনিপেটুইউ-এর ডিএমডি আবু তাহের জেল হাজতে
জামালপুর, ২২ জানুয়ারী : ৩শ’ কোটি টাকার প্রতারণা মামলায় বিতর্কিত মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানির (ইউনিপেটুইউ) ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (ডিএমডি) আবু তাহেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। ২১ জানুয়ারি সোমবার সকালে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়। বিজ্ঞ আদালত আবু তাহেরকে জেলহাজাতে প্রেরণ করেছেন। জানা গেছে, ২০০৯ সালের অক্টোবর থেকে ইউনিপেটুইউ ব্যবসায়িক কার্যক্রম শুরু করে।
Monday, 21 January 2013
ধর্ষন ও নারী নির্যাতনের বিরুদ্ধে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচী পালিত
দিনাজপুর, ২২ জানুয়ারী : দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ পেশাজীবি কমিটি, আরডিআরএস বাংলাদেশ ও ইউনিটি ফর এনজিওস এর উদ্যোগে সোমবার নারী ধর্ষণসহ সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ ও অপরাধীদের দ্রুত শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
কর্মসূচীর উদ্বোধন কালে বক্তব্য রাখেন আরডিআরএস এর কর্মসূচী ব্যবস্থাপক (মাঠ সমন্বয়) তপন কুমার সাহা, পেশাজীবি কমিটির সভাপতি আবু তালেব মুন, ব্র্যাক জেলা প্রতিনিধি মোঃ মহসিন আলী, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী, সাংবাদিক আহসানুল আলম সাথী, একরাম হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ রুস্তম আলী, শাহবাজ খান, যোশেফ গোমেজ,আবুল হোসেন, কর্মসূচী ব্যবস্থাপক (স্বাস্থ্য) গোলাম আজম নুর, হুমায়ুন কবির, উর্ধ্বোতন নারী অধিকার কর্মকর্তা মাসুমা ইউসুফ দিপা, কৃষি কর্মকর্তা নাজমা পারভিন।
কর্মসূচীর উদ্বোধন কালে বক্তব্য রাখেন আরডিআরএস এর কর্মসূচী ব্যবস্থাপক (মাঠ সমন্বয়) তপন কুমার সাহা, পেশাজীবি কমিটির সভাপতি আবু তালেব মুন, ব্র্যাক জেলা প্রতিনিধি মোঃ মহসিন আলী, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী, সাংবাদিক আহসানুল আলম সাথী, একরাম হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ রুস্তম আলী, শাহবাজ খান, যোশেফ গোমেজ,আবুল হোসেন, কর্মসূচী ব্যবস্থাপক (স্বাস্থ্য) গোলাম আজম নুর, হুমায়ুন কবির, উর্ধ্বোতন নারী অধিকার কর্মকর্তা মাসুমা ইউসুফ দিপা, কৃষি কর্মকর্তা নাজমা পারভিন।
Sunday, 20 January 2013
আজ থেকে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী মধুমেলা
যশোর, ২১ জানুয়ারি : মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ কেশবপুরের সাগরদাঁড়িতে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী মধুমেলা। আজ সন্ধ্যা ৬টায় মধুমেলার উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ এমপি। এবারের ‘মহাকবি মধুসূদন পদক’ পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. স্বরোচিষ সরকার। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও মোবাইল কোম্পানি বাংলালিংকের সহযোগিতায় যশোর জেলা প্রশাসন সপ্তাহব্যাপী মধুমেলার আয়োজন করেছে।
সেনবাগে আর্সেনিক আক্রান্ত রোগীর সংখ্যা ১২১১জন
সেনবাগ সংবাদদাতা, ২০ জানুয়ারী : সেনবাগ উপজেলায় সকল গ্রামের স্যালো টিউবওয়েলগুলিতে আর্সেনিকের পরিমান ০.০৫মি: গ্রা: এর বেশী হওয়ায় মানুষ তা পান করার কারনে অনেক লোক আর্সেনিক আক্রান্ত হয়ে পড়েছেন। তার মধ্যে ৪১১জন পুরুষ, ৮০০জন মহিলা। ইতি মধ্যে “হাই সাওয়া” কর্মসুচী G.D.B-DANIDA এর অর্থয়ানে এখানে প্রচুর গভীর নলকূপ বসানো হয়েছিল। যার ফলে হাজার হাজার পরিবার নিরাপদ পানি পান করতে পেরেছে। কিন্ত দুর্ভাগ্য জনক কোন এক রহস্যের কারনে উক্ত প্রকল্পটি বর্তমানে বন্ধ হয়ে যায়।
সেনবাগে ৯ মাসের অন্ত:সত্তা কাজলের উপর নির্যাতনের অভিযোগ
সেনবাগ সংবাদদাতা, ২০ জানুয়ারী : নোয়াখালীর জেলার সেনবাগ উপজেলাধীন মইজদীপুর গ্রামের আবু সাহাদাৎ সাজু পিতা: মৃত আবদুল মান্নান প্রতারনা করে সেনবাগের বসন্তপুর গ্রামের জান্নাতুল ফেরদাউস কাজলের সাথে পূর্বের একটি স্ত্রী থাকাবস্থায় বিবাহ করে। বিবাহের পর কাজল জানতে পারে তার ৩টি সন্তান ও স্ত্রী রয়েছে। সেই থেকে তাদের ঝগড়া বিবাদ চলে আসতেছে। বর্তমানে কাজল সন্তান গর্ভে নিয়ে ৯মাসের অন্ত:সত্তা। স্বামীর বাড়ীতে জায়গা না পেয়ে কাজল বর্তমানে সেনবাগ সরকারি হাসপাতালের পূর্ব দিকে একটি টিনসেট ঘরে রুম নিয়ে তীব্র এই শীতে মেজেতে শুয়ে মানবেতর জীবন যাপন করছে। দীর্ঘ দিন স্বামী কোন খোজ খবর নিচ্ছেনা। তাই নিরুপায় হয়ে সেনবাগ মানবধিকার কাউন্সিলর সহায়তা কামনা করে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সে এখন অত্যন্ত অসহায় অবস্থায় জীবন যাপন করছেন। এই অসহায় নারীর পার্শ্বে দাড়ানোর জন্য মানবধিকার সংবাদ পত্রিকার মাধ্যমে সমাজের ক্ষমতাবান ও বিত্তশালীদের অনুরোধ জানানো হচ্ছে।
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ১৪৪ ধারা জারী
রংপুর, ২০ জানুয়ারি : রংপুরের গঙ্গাচড়া উপজেলায় একই সময় ও একই স্থানে আওয়ামী লীগ, নাগরিক কমিটি সমাবেশ আহবান করায় ১৪৪ ধারা জারী করেছে উপজেলা প্রশাসন। রোববার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত শহীদমিনার/ জিরো পয়েন্ট ও এর আশেপাশের এলাকায় এ আদেশ বলবত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর জানিয়েছেন। জানা যায়, সাংবাদিক মিজানুর রহমান লুলু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু ও তার অনুসারীদের বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশ করে । এ খবর প্রকাশ করায় আসাদুজ্জামান ও তার অনুসারীরা বৃহস্পতিবার রাতে সাংবাদিক লুলুকে মারধর করে ।
ব্যাপক ভাংচুরের মধ্য দিয়ে কক্সবাজারে হরতাল চলছে
কক্সবাজার, ২০ জানুয়ারি : কক্সবাজার জেলার আটটি উপজেলায় আজ সকাল-সন্ধ্যা হরতাল চলছে। জেলা জামায়াতের সহসভাপতি ও উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজালাল চৌধুরীর মুক্তির দাবিতে এই হরতালের ডাক দেওয়া হয়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পিকেটারেরা ১৩টি গাড়ি ভাঙচুর করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ছয়টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কর্মীরা কক্সবাজার শহরের প্রধান সড়কে হরতালের পক্ষে মিছিল শুরু করেন। মিছিলটি লালদীঘির পাড় ও ফজল মার্কেট এলাকায় গিয়ে ব্যাটারিচালিত চারটি যাত্রীবাহী যান টমটম ভাঙচুর করে।
Subscribe to:
Posts (Atom)